পৌষে মা তারার আরাধনায় মাতল মালদহের ইংলিশবাজার

পৌষ পড়তেই তারা মায়ের পুজোয় মেতে উঠলেন মালদহের ইংলিশবাজারবাসী। ইংলিশবাজারের কালীতলায় দুর্গামণ্ডপে অন্যান্য বছরের মতো এবারেও তারা মায়ের পুজোর আয়োজন করা হয়

December 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পৌষ পড়তেই তারা মায়ের পুজোয় মেতে উঠলেন মালদহের ইংলিশবাজারবাসী। ইংলিশবাজারের কালীতলায় দুর্গামণ্ডপে অন্যান্য বছরের মতো এবারেও তারা মায়ের পুজোর আয়োজন করা হয়। পুজোয় শহর ও আশাপাশের মানুষজন সামিল হন। বুধবার বিশেষ অন্নকূট পুজো অনুষ্ঠিত হয়। দেবীকে ২৬ রকমের পদ ও মিষ্টান্ন-সহ ভোগ নিবেদন করা হয়।

জানা গিয়েছে, প্রতি বছর পৌষ মাসে এই পুজোর আয়োজন করা হয়। গত রবিবার থেকে বিগত তিন দিন ধরে পুজো চলেছে। মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্তের সমাগম হয়। অন্নকূট পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছে।

পুজোর প্রথম দিনে মহাযজ্ঞ ও নগর সংকীর্তন যাত্রা হয়। যজ্ঞের মাধ্যমে বিশ্বশান্তির জন্য দেবীর কাছে প্রার্থনা করা হয়। অন্নকূট উৎসবের দিন, মা তারাকে অন্নপূর্ণা হিসেবে পুজো করা হয়। দেবীকে শাক-সবজি, পরমান্ন, মিষ্টান্ন-সহ ভোগ নিবেদন করা হয়। ভোগের প্রসাদ পান ভক্তরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen