ইডির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলল মাদ্রাজ হাই কোর্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৪০ : আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (পিএমএলএ) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) কেবল তার ক্ষমতা প্রয়োগ করতে পারে। তবে অবশ্যই সেখানে যদি কোনও নির্ধারিত অপরাধ (প্রেডিকেট ক্রাইম) হয় বা কোনও অপরাধ ঘটার সম্ভাবনা থাকে। এমনই মন্তব্য করেছে মাদ্রাজ হাই কোর্টের (Madras High Court) বিচারপতি এমএস রমেশ এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চের আরও পর্যবেক্ষণ, যদি পূর্বে কোনও অপরাধের ইঙ্গিত না-পাওয়া যায় তবে সেই ক্ষেত্রে পিএমএলএ-এর অধীনে মামলা করে তদন্ত শুরু করা অপ্রত্যাশিত।
আরকেএম পাওয়ারজেন প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের করে প্রথমে তদন্ত শুরু করে আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI)। তবে ২০১৭ সালে তারা তদন্ত বন্ধ করে দেয়। যদিও ২০১৫ সাল থেকে পিএমএলএ-র অধীনে তদন্ত করছিল ইডি। গত ৩১ জানুারি ওই সংস্থার ৯০১ কোটি টাকার স্থায়ী আমানত ফ্রিজ করে তারা। ইডির এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় সংস্থা। সেই মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের।