মাদ্রাজ হাই কোর্টের ভর্ৎসনার মুখে দক্ষিণী সুপারস্টার বিজয়, SIT গঠনের নির্দেশ

October 4, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪০: তামিলনাড়ুর কারুরে তামিলাগা ভেত্তরি কাজহাগাম (TVK)-এর রাজনৈতিক সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে মাদ্রাজ হাই কোর্টের (Madras High Court) মাদুরাই বেঞ্চ। অভিনেতা ও টিভিকে প্রতিষ্ঠাতা বিজয় (Vijay) এবং তাঁর দলের বিরুদ্ধে আদালত ক্ষোভ প্রকাশ করেছে। বিচারপতির পর্যবেক্ষণে উঠে এসেছে, ঘটনার পর বিজয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং দলের কারও মধ্যে অনুতাপের ছাপ দেখা যায়নি।

এই ঘটনার তদন্তে উচ্চপদস্থ আইপিএস অফিসার আসরা গার্গের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, তামিলনাড়ু পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। পদপিষ্টের ঘটনার পর মামলা দায়ের হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয়েছে।

একটি ভিডিয়ো ফুটেজে দেখা যায়, টিভিকে বাসের নিচে একটি দু’চাকার গাড়ি চাপা পড়ে, কিন্তু চালক গাড়ি থামাননি। আদালত এই ঘটনাকে হিট অ্যান্ড রান হিসেবে বিবেচনা করে পুলিশকে জিজ্ঞাসা করেছে কেন এ ধরনের মামলা দায়ের করা হয়নি।

দলের নেতা আধাভ অর্জুনার বিতর্কিত পোস্ট নিয়েও আদালত প্রশ্ন তুলেছে। আদালতের মতে, আইন সবার জন্য সমান এবং আদালতের নির্দেশ ছাড়া পদক্ষেপ না নেওয়া হলে তা আইনের প্রতি অবহেলা। আদালত সরাসরি আধাভ অর্জুনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

রাজনৈতিক সভা ও জনসমাগম নিয়েও বড় নির্দেশ দিয়েছে আদালত। জাতীয় ও রাজ্য সড়কে কোনও ধরনের রাজনৈতিক সমাবেশ, রোড শো বা জনসমাগম আপাতত নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকারের তরফে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মাদ্রাজ হাই কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট, এই মর্মান্তিক ঘটনায় প্রশাসনিক গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীন আচরণ সামনে এসেছে। আদালত জানিয়েছে, এত বড় বিপর্যয়ের মুখে নীরব দর্শক হয়ে দায়িত্ব এড়ানো সম্ভব নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen