ভোটে জিতেই ভোলবদল! প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ মহারাষ্ট্রের ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে

অর্থমন্ত্রীর দাবি, আর্থিক ভার বইতে গিয়ে সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা যাচ্ছে না।

March 30, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ভোটে জিতেই ভোলবদল! প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ মহারাষ্ট্রের ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিলেন মোদী, কালো টাকা থেকে বছর দু’কোটি চাকরি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা থেকে কোটি কোটি গৃহহীনের মাথার ছাদের ব্যবস্থা! ক্ষমতায় থাকার এক দশক অতিক্রান্ত কিন্তু নিন্দুকেরা বলেন প্রতিশ্রুতি পূরণ করেননি মোদী। একই প্রবণতা দেখা যাচ্ছে মহারাষ্ট্রের বিজেপি সরকারের ক্ষেত্রেও।

ভোট মিটে গিয়েছে। একে পর এক প্রতিশ্রুতি দিয়ে মহারাষ্ট্রে জোট সরকার গড়ে ফেলেছে বিজেপি। ভোটের আগে প্রতিশ্রুতিতে কৃষিঋণ মকুবের আশ্বাস দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসতেই রীতিমতো অবস্থান পাল্টে ফেলল পদ্মপার্টি। উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার সাফ জানিয়েছেন, কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা রক্ষা করা সম্ভব নয়। সকলকে ঋণের টাকা ফেরত দিতেই হবে। বকেয়া মেটানোর জন্য ৩১ মার্চের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।

অজিত সাফ বলেছেন, ভোটের সময় দেওয়া সব প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব নয়। বাস্তব পরিস্থিতির কথাও মাথায় রাখতে হবে। কোনও ঋণ মকুব হচ্ছে না। কেবল এই বছরই নয়, আগামী বছরও সমস্ত টাকা মেটাতে হবে। অতিরিক্ত সুদ দেওয়ার প্রয়োজন নেই। বারামতীতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উপ মুখ্যমন্ত্রী তথা এনসিপি সুপ্রিমো অজিত পাওয়ার। রাজ্যের অর্থ বাজেট নিয়ে ব্যাখ্যা দেন তিনি। অর্থমন্ত্রীর দাবি, আর্থিক ভার বইতে গিয়ে সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা যাচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen