গুজরাতে মন্ত্রীসভায় বড় রদবদল, নতুন মুখ জাদেজার স্ত্রী-সহ ১৯ জন

October 17, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:১৫:  গুজরাতের বিজেপি সরকার শুক্রবার একটি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছে, যেখানে ২৬ জন মন্ত্রী রয়েছেন। এই নতুন মন্ত্রীদলে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভাবা জাদেজা (Rivaba Jadeja) জায়গা পেয়েছেন। এছাড়াও, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভী (Harsh Sanghvi) উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এই প্রথম বড় ধরণের মন্ত্রীসভা রদবদল করলেন। এর ঠিক একদিন আগে, মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সব মন্ত্রীরা তাঁদের পদ থেকে সরে দাঁড়ান। জানা গিয়েছে, আসন্ন পুর ও পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৭ সালের বিধানসভা ভোটের আগে একটি ‘কৌশলগত পরিবর্তন’ আনার জন্য বিজেপি নেতৃত্ব এই পদক্ষেপ নিয়েছে।

শুক্রবারের ঘোষণার আগে খবর আসছিল যে আগের মন্ত্রীসভার ১৬ জন মন্ত্রীর মধ্যে কয়েকজন পুনর্বহাল হবেন। আজ ঘোষিত মন্ত্রীসভায় গতবারের রুশিকেশ প্যাটেল, প্রফুল্ল পানসেরিয়া, কানুভাই দেসাই, কুনওয়ারজী বাভালিয়া এবং পার্শোত্তম সোলাঙ্কি আবারও মন্ত্রী হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen