মালাইকা অরোরার নতুন প্রেমিক? এনরিক ইগলেসিয়াসের কনসার্টে সাদা পোশাকের পুরুষকে ঘিরে জল্পনা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: বুধবার মুম্বইয়ের MMRDA গ্রাউন্ডে আয়োজিত গায়ক এনরিক ইগলেসিয়াসের কনসার্টে হাজির ছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সাদা ট্যাঙ্ক টপ, ব্রাউন ট্রাউজার আর গোল্ডেন অ্যাকসেসরিজে তিনি যেন আলাদা আলো ছড়াচ্ছিলেন। দর্শকাসনে দাঁড়িয়ে কখনও তালি, কখনও হাত নাড়ছেন, আবার কখনও মঞ্চের দিকে ছুড়ে দিচ্ছেন চুম্বন— এমনই উচ্ছ্বসিত মেজাজে ধরা দিলেন ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল।
তবে কনসার্টের চেয়ে বেশি চর্চায় এখন মালাইকা ও এক রহস্যময় পুরুষের ভিডিও। সেই ভিডিওতে দেখা গেছে, সাদা পোশাকেই এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলছেন ও নাচছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই ভাইরাল সেই দৃশ্য, আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন— তবে কি অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার জীবনে নতুন কেউ এসেছেন?
রেডিটের একাধিক পোস্টে দাবি করা হয়েছে, মালাইকার নতুন সঙ্গীর নাম হর্ষ মেহেতা, পেশায় হিরে ব্যবসায়ী। বয়সে তিনি অভিনেত্রীর থেকে প্রায় ১৯ বছর ছোট। শোনা যাচ্ছে, ২০২৪ সালে অর্জুনের সঙ্গে সম্পর্কের ভাঙন ঘটার পর থেকেই হর্ষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মালাইকার। গত এক মাস ধরে তাঁরা নাকি নিয়মিত দেখা করছেন। গত বছর স্পেন সফরের ছবিতেও এক রহস্যময় পুরুষের ছায়া দেখা গিয়েছিল মালাইকার পোস্টে, তখন থেকেই এই জল্পনার সূত্রপাত।
তবে সবাই যে এই খবর বিশ্বাস করছেন, তা নয়। কেউ কেউ বলছেন, “ওই ব্যক্তি আসলে মালাইকার ম্যানেজার।” অন্যদিকে, সমর্থকরা বলছেন— “একজন ৫২ বছরের পুরুষ তরুণীকে ডেট করলে কেউ কিছু বলে না, কিন্তু উল্টো হলে সমালোচনার ঝড় ওঠে।”
অতএব, এনরিকের কনসার্টে নস্টালজিয়া ছড়ালেও, বলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মালাইকা অরোরা এবং তাঁর সম্ভাব্য নতুন সম্পর্ক।