ভোটের মুখে আরও বেকায়দায় শান্তনু? BJP প্রার্থীর বিরুদ্ধে আমরণ অনশনে ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা

পৈতৃক বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদের অভিযোগে আমরণ অনশনে বসেছেন মতুয়া সংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা।

May 15, 2024 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
BJP প্রার্থীর বিরুদ্ধে আমরণ অনশনে ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২০ মে বনগাঁয় ভোটগ্রহণ, তার আগে অস্বস্তি বাড়ল বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরের। খোদ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই আমরণ অনশনে বসলেন তাঁর জ্যাঠতুতো বোন মধুপর্ণা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের (Mamata Thakur) মেয়ে মধুপর্ণা ঠাকুর। তাঁর অনশনে মধুপর্ণার পাশে দাঁড়িয়েছেন অসংখ্য মতুয়া ভক্ত। ভোটের আবহে যা শান্তনুর অস্বস্তি বাড়িয়েছে।

মতুয়া ধর্মমেলা চলাকালীন বড়মা বীণাপাণি দেবীর ঘরের তালা ভেঙে ঢুকে, ঘরের দখল নেন শান্তনু। পরে সেই ঘরে তালাও দিয়ে দেন তিনি। সে’সময় থেকেই বড়মার ঘর বন্ধ। সেই বাড়িতেই থাকতেন মমতা ও তাঁর মেয়ে। বীণাপানি দেবীর পাশের ঘরে থাকতেন মমতা ঠাকুর ও তাঁর মেয়ে মধুপর্ণা (Madhuparna)। কিন্তু শান্তুনুর তান্ডবে তাঁরা বাস্তুচ্যুত। শান্তনু ঘরের দখল নেওয়ার সময় বলেছিলেন, সেই ঘরে নাকি মতুয়া ভক্তরা পুজো করবেন। কিন্তু আজ অবধি পুজো শুরুই হয়নি। মতুয়া ভক্তদের দাবি, শান্তনু, মমতা ঠাকুর ও তাঁর মেয়েকে উচ্ছেদ করার লক্ষ্যেই বড়মার ঘর দখল করেছেন। পৈতৃক বাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদের অভিযোগে আমরণ অনশনে বসেছেন মতুয়া সংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা।

ঠাকুরবাড়িতে বীণাপানি দেবীর ঘরের পাশে একটি খাটিয়া পেতে মধুপর্ণা অনশনে বসেছেন। তার পিছনে থাকা ব্যানারে লেখা ‘আমরণ অনশন। আমাদের পৈতৃক ভিটেবাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে। মেয়ে হয়ে জন্ম নেওয়ার কি অপরাধ? তার জন্যই কি আমাদের ঘরছাড়া হয়ে থাকতে হবে? সমগ্র ভারতবাসী কাছে এর বিচার চাই।’ মধুপর্ণা বলছেন, মেয়ে বলে কি নিজের বাবার সম্পত্তিতে যেতে পারবেন না তিনি? মেয়ে বলে কি অধিকার থেকে বঞ্চিত হবেব? শান্তনু ঠাকুর তাঁদের উৎখাত করেছে। তাঁরা নিজেদের ঘরে থাকতে পারছেন না। সমগ্র মতুয়া সমাজ, ভারতবাসীর কাছে এর বিচার চাইছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen