গড়ে উঠবে ‘বইতীর্থ’, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান-মঞ্চে টাকা বরাদ্দ করে গেলেন মমতা

January 23, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৫: ১৯৭৬ সালে মোহরকুঞ্জে আয়োজিত কলিকাতা পুস্তকমেলাই আজকের আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইমেলা আদতে বইপ্রেমীদের দুর্গাপুজো। কলকাতা বইমেলা এশিয়ার বৃহত্তম বইমেলা। বৃহস্পতিবার বইমেলার উদ্বোধন হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সল্টলেকে বইমেলা প্রাঙ্গণে ‘বইতীর্থ’ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। সেন্ট্রাল পার্কেই তৈরি হবে ‘বইতীর্থ’।

বইমেলা কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ কোটি টাকা বইমেলা কর্তৃপক্ষকে দেওয়া হবে বলেও জানান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বইমেলা প্রাঙ্গণ স্থায়ী হয়ে গিয়েছে। মহাকালধাম, জগন্নাথধামের মতো বইতীর্থ করতে চাইছে ওরা। করে দাও। আইডিয়া একটা রাফ স্কেচ করছিলাম। ব্যস্ততায় পুরোটা করতে পারিনি। পুরো বই দিয়ে তৈরি হবে। ১০ কোটি টাকা আপনাদের কাছে চলে যাবে। ৫০ বছরের উদ্বোধনে এসে যেন দেখতে পাই বইমেলার সঙ্গে বইতীর্থও হয়েছে।”

কীভাবে তৈরি হবে বইতীর্থ, তার প্রাথমিক নকশাও এঁকেছেন তিনি। তবে ব্যস্ততার জেরে নকশা আঁকার কাজ শেষ করতে পারেননি। বইমেলার আয়োজক গিল্ডকে ‘বইতীর্থ’-র জন্য সরকারিভাবে আবেদন জানাতেও বলেন মমতা। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বাভাবিকভাবে খুশি বইমেলা কর্তৃপক্ষ থেকে শুরু করে বইপ্রেমীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen