কান্দাহার বিমানকান্ডে পণবন্দি হতে চেয়েছিলেন মমতা
প্রসঙ্গত, আজ অটল বিহারি বাজপেয়ী আমলের অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন যশবন্ত সিংহা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন যশোবন্ত।
Authored By:

প্রায় দু’দশক আগে কান্দাহার বিমানবন্দরে পণবন্দিদের মুক্ত করতে নিজেকে জঙ্গিদের হাতে তুলে দিতে চেয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্ত্রিসভার বৈঠকে মমতা এই প্রস্তাব দিলেও কেন্দ্র তাতে রাজি হয়নি। আজ তৃণমূলে যোগ দিয়ে এমনটাই জানালেন বর্ষীয়ান নেতা যশোবন্ত সিনহা (Yashwant Sinha)।
পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হরকত-উল-মুজাহিদিনের পাঁচ জঙ্গি ১৯৯৯-এর ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ভারতীয় আকাশসীমা থেকে ছিনতাই করে কান্দাহারে নিয়ে যায়। মৌলানা মাসুদ আজহার, মুস্তাক আহমেদ জারগার, আহমেদ ওমর সৈয়দ শেখ— এই তিন জঙ্গিকে মুক্তি দিয়ে বিনা রক্তপাতে পণবন্দিদের মুক্ত করতে বাধ্য হয়েছিল বাজপেয়ী সরকার।
প্রসঙ্গত, আজ অটল বিহারি বাজপেয়ী আমলের অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন যশবন্ত সিংহা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন যশোবন্ত।