কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু নাবালিকার! কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই বিজয়মিছিল বার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, সেই মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে

June 23, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:০০: উপনির্বাচনের ভোটগণনার দিনই কালীগঞ্জে মর্মান্তিক ঘটনা। বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক নাবালিকার। ফলাফল প্রকাশের পর তৃণমূলের তরফে বিজয় মিছিল করা হয়। অভিযোগ, সেই বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমাতে মোলান্দিতে তামান্না খাতুন নামে ১০ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃত শিশুকন্যার পরিবার বাম সমর্থক বলে দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বোমাবাজিতে মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দোষীদের চিহ্নিত করে দ্রুত কড়া শাস্তি দেওয়ার নির্দেশ দেন পুলিশকে। এক্স হ্যান্ডলে এনিয়ে পোস্ট করেন তিনি। সোমবারই কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। তার মাঝে এধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, উপনির্বাচনে জয় নিশ্চিত হতেই বিজয়মিছিল বার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, সেই মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে। ঘটনাটি ঘটে কালীগঞ্জের মেলেন্দি এলাকায়। বাড়ি ফেরার পথে ওই বোমার আঘাতে আহত হয় ওই নাবালিকা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় নাবালিকার। জানা গিয়েছে, মৃতের নাম তামান্না খাতুন। সে চতুর্থ শ্রেণির পড়ুয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen