নিজের লেখা গানে রাজ্যবাসীকে কোজাগরী লক্ষ্মীপুজোর শুভেচ্ছা মমতার

October 6, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৬: আজ, সোমবার কোজাগরী লক্ষ্মীপুজো। বাংলাজুড়ে বাড়িতে বাড়িতে ধনদেবীর আরাধনার প্রস্তুতি চলছে। এদিন সকালে নিজের লেখা গানের মধ্যে দিয়ে রাজ্যবাসীকে লক্ষ্মীপুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। নিজের লেখা গান, কবিতার মাধ্যমে বঙ্গবাসীকে বিভিন্ন উৎসবের শুভেচ্ছা জানান মমতা।

 

সোমবার সকালে সমাজ মাধ্যমে মমতা লেখেন, ‘‘আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।… সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।” মুখ্যমন্ত্রীর পোস্ট করা গানের ভিডিওতে উঠে এসেছে লক্ষ্মীপুজোর প্রস্তুতির ছবি। মহিলাদের অগ্রগতির বার্তাও রয়েছে গানে। গানটি লিখেছেন ও সুর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেয়েছেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen