উত্তরবঙ্গ সফরে মমতা, নন্দীগ্রামে অভিষেক, সুপ্রিম কোর্টে আইপ্যাক-ইডি মামলার শুনানি, আজ নজরে কোন কোন খবর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,৯.০০:
উত্তরবঙ্গ সফরে মমতা
আজ চার দিনের জন্য উত্তরবঙ্গ সফরে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে তিনি বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন। মাটিগাড়াতে তিনি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। এই সফরেই জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের নতুন সার্কিট বেঞ্চের উদ্বোধনও করবেন তিনি। একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
নন্দীগ্রামে অভিষেক
বঙ্গ রাজনীতির একদা এপিসেন্টার নন্দীগ্রামে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। সেখানেই কর্মসূচি রয়েছে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রামে সেবাশ্রয়-২ কর্মসূচি নিয়ে পৌঁছে যাবেন অভিষেক। সেবাশ্রয় কর্মসূচিতে যোগদানের পাশাপাশি জনসংযোগ করবেন তিনি।
শীর্ষ আদালতে আইপ্যাক-ইডি মামলার শুনানি
সুপ্রিম কোর্টে আইপ্যাক নিয়ে ইডির দায়ের করা মামলার শুনানি হবে আজ। বুধবার কলকাতা হাই কোর্ট এই মামলা শুনেছে। শুনানি আপাতত মুলতুবি রাখা হয়েছে। আজ, বৃহস্পতিবার মামলার শুনানি বেলা সাড়ে ১১টা নাগাদ। বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চ মামলাটি শুনবে।
নিপা ভাইরাস-সংক্রমণ পরিস্থিতি
রাজ্যে নিপা আক্রান্ত দুই নার্সের এখনও অবস্থা আশঙ্কাজনক। বারাসতের এক হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। আক্রান্তদের সংস্পর্শে আসা দু’জনকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে একজন নার্স। অপরজন চিকিৎসক। দু’জনকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আজ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, নামছে ভারত
আজ, বৃহস্পতিবার থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হচ্ছে। প্রথম ম্যাচে খেলতে নামছে ভারত। ভারতের প্রতিপক্ষ আমেরিকা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আরও দুটি ম্যাচ রয়েছে আজ। সব খেলা শুরু দুপুর ১টা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বিজয় হজারে ট্রফির প্রথম সেমিফাইনাল
আজ, বিজয় হজারে ট্রফির প্রথম সেমিফাইনাল। বৃহস্পতিবারই জানা যাবে, কোন দল প্রথম ফাইনালে যাচ্ছে। আজ কর্নাটকের বিরুদ্ধে খেলবে বিদর্ভ। কোন দল উঠবে ফাইনালে। ম্যাচ শুরু দুপুর ১.৩০টা থেকে।
WPL-এ মুম্বই বনাম ইউপি
WPL-এ আজ মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও ইউপি। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।