কথা রাখলেন মমতা, ফের জুড়ছে শিলিগুড়ি-মিরিক, দুই সপ্তাহেই দুধিয়ায় তৈরি অস্থায়ী সেতু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮:৫৮: শেষমেশ পূরণ হল প্রত্যাশা। দার্জিলিং (Darjeeling) জেলার মিরিকের দুধিয়ায় বালাসন নদীর উপর তৈরি হল অস্থায়ী সেতু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হল এই গুরুত্বপূর্ণ নির্মাণকাজ। আগামী সোমবার থেকে সেতুটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
চলতি মাসের শুরুতে উত্তরবঙ্গে (North Bengal) নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি ও হড়পা বানে ধসে পড়েছিল দুধিয়া সেতু (Dudhia Bridge)। ফলে শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ঘুরপথে যাতায়াত করতে বাধ্য হন, যা সময় ও অর্থের অপচয় ঘটায়।
বিপর্যয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এসে ঘোষণা করেন, দ্রুত অস্থায়ী সেতু নির্মাণ করা হবে। তাঁর নির্দেশে গত ১০ অক্টোবর থেকে শুরু হয় নির্মাণকাজ। পাইপ, বোল্ডার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে বালাসন নদীর (Balason River) উপর তৈরি হয় এই সেতু। প্রশাসনের তৎপরতায় মাত্র দুই সপ্তাহেই কাজ সম্পন্ন হয়।
অস্থায়ী সেতুর পাশাপাশি সেনাবাহিনীর উদ্যোগে একটি বেইলি ব্রিজ (Bailey Bridge) তৈরির কাজও চলছে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী, রাজ্য সরকার নতুন কংক্রিটের সেতু নির্মাণের কাজও শুরু করেছে। পুরনো সেতুর পাশেই ৫১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য এই সেতুটি আগামী বছরের জুলাই মাসে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
অস্থায়ী সেতু চালু হওয়ার খবরে খুশি মিরিক ও শিলিগুড়ির (Siliguri) বাসিন্দারা। পর্যটন শিল্পের জন্যও এটি একটি বড় স্বস্তির খবর। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা এবং দ্রুত পদক্ষেপে প্রশাসনের ভূমিকায় প্রশংসা করছেন সকলে।