১০ ফেব্রুয়ারি বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা, কী কী নির্দেশ দেবেন?

১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন।

January 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। ওই অধিবেশনে আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য বিধানসভা সূত্র থেকে জানা গিয়েছে, রাজ্যপালের ভাষণ দিয়েই এবার শুরু হতে চলেছে অধিবেশন। তার আগেই রাজ্য বিধানসভার নওশার আলি কক্ষে বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সি। এটাই এবছরের প্রথম বৈঠক মমতার। ফলে বিধায়কদের কর্তব্য, শৃঙ্খলা ও রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সেদিনের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ফলে এবছরটা তৃণমূলের কাছে রাজনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। যার সূত্র ধরেই চলতি বছরের শুরু থেকেই সাংগঠনিক স্তরে ঝাঁপাচ্ছে তৃণমূল। সেদিক থেকে আগামী ১০ ফেব্রুয়ারি মমতার বৈঠক তাৎপর্যপূর্ণ হিসেবেই ধরা হচ্ছে।

ইদানীং তৃণমূলের একাধিক বিধায়কের আচরণ ও বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ১০ ফেব্রুয়ারি দলের জনপ্রতিনিধি হিসেবে বিধায়কদের কর্তব্যপরায়ণতার পাঠ বৈঠকে দেবেন মমতা। ২০২৫ সালের পুরো সময়ে জনসংযোগের ক্ষেত্রে বিধায়কদের কী কী করতে হবে, তারও নির্দেশ দেবেন তৃণমূল নেত্রী। বিধানসভার অধিবেশনে তৃণমূল বিধায়কদের সার্বিক উপস্থিতি, বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেওয়ার উপর বার্তা দেবেন মমতা। যেসব বিধায়কের কাজ, আচরণ ও বক্তব্য দলকে অস্বস্তির মুখে ফেলেছে, মমতার প্রশ্নের মুখে পড়তে হতে পারে তাঁদের। বিধানসভার অধিবেশন ব্যতীত বাকি দিনগুলিতে এলাকায় থাকা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ককে আরও নিবিড় করে তোলার ব্যাপারে দলীয় বিধায়কদের নেত্রী বার্তা দেবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen