সাংবাদিকদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা মমতার
বিনামূল্যে টিকা না পেলে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনে বসার হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো।

আজ তিনটেয় কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে পরিষ্কার করেন যে করোনা মোকাবিলা করাই এখন সরকারের প্রথম কাজ। এদিন বৈঠকে সাংবাদিকদের কোভিড যোদ্ধা (covid warriors) হিসেবে ঘোষণা করেন তিনি। কেন্দ্রীয় সরকারের কাছে দেশের ১৪০ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আর্জিও জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
তিনি বলেন, ‘সকলে মিলে একসাথে কাজ করে আমরা এই করোনাকে জয় করব।’
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘বাংলায় ভ্যাকসিনের আকাল রয়েছে কেন্দ্রের কাছে ৩ কোটি টিকা চাওয়া হয়েছে। মাত্র ২-৩ টি রাজ্যকে টিকা আর অক্সিজেন দিয়েছে কেন্দ্র।’
বিজেপিকে কটাক্ষ করে নেত্রী এদিন বলেন, ‘গুজরাটে বিজেপির পার্টি অফিস থেকে টিকা দেওয়া হচ্ছে।’
বিনামূল্যে টিকা না পেলে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনে বসার হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো।