ম্যানচেস্টার ইউনাইটেডে ফের কোচ ছাঁটাই, বিদায় রুবেন আমোরিমের

January 5, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:১৫: ম্যানচেস্টার ইউনাইটেডে ফের কোচ বদলের অধ্যায়। মাত্র ১৪ মাস দায়িত্বে থাকার পর ক্লাব ছাড়লেন পর্তুগিজ কোচ রুবেন আমোরিম। সোমবার রাতে ক্লাবের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আমোরিম আর ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ নন। বুধবার বার্নলির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ ম্যাচে অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাবেন ড্যারেন ফ্লেচার।

আমোরিমের বিদায় যে খুব একটা অপ্রত্যাশিত ছিল তা নয়, তার ইঙ্গিত মিলেছিল আগেই। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, ট্রান্সফার মার্কেটে ক্লাবের পূর্ণ সমর্থন তিনি পাচ্ছেন না। পাশাপাশি রবিবার লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ১-১ ড্রয়ের পর আরও এক ধাপ এগিয়ে গিয়ে সিনিয়র কর্তাদের উদ্দেশে খোঁচা দেন আমোরিম। তিনি বলেন, তিনি ‘ম্যানেজার’ হিসেবে কাজ করতে চান, শুধু ‘কোচ’ হিসেবে নয়। এমনকি ১৮ মাস পর চুক্তি শেষ হলে ক্লাব ছাড়তেও তিনি প্রস্তুত—এমন মন্তব্যও করেন।

এই সব ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ইউনাইটেডের তরফে ঘোষণা আসে, আমোরিম তাঁর পদ থেকে সরে গিয়েছেন। ক্লাব বিবৃতিতে জানায়, “প্রিমিয়ার লিগে বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে দল। সর্বোচ্চ সম্ভাব্য লিগ ফিনিশের জন্য এই মুহূর্তে পরিবর্তন জরুরি বলেই নেতৃত্ব মনে করছে।” পাশাপাশি আমোরিমের অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়।

চলতি মরসুমে আমোরিমের অধীনে দলের পারফরম্যান্সে পর্যাপ্ত অগ্রগতি বা বিবর্তন দেখতে পাননি কর্তারা। ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়া ৪০ বছরের এই কোচ ৬৩ ম্যাচে ২৫টি জয় পান। ডেভিড ময়েসের পর এটাই ইউনাইটেডে কোনও স্থায়ী কোচের সবচেয়ে কম সময়ের মেয়াদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen