পুজোর প্রস্তুতি কেমন? খতিয়ে দেখবেন খোদ নগরপাল, আগামী বুধবার পুজো-উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক মনোজ বর্মার

কয়েকটি দিনের অপেক্ষামাত্র। তারপর কলকাতা মেতে উঠবে বাংলার শ্রেষ্ঠ উৎসবের আয়োজনে।

September 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৫: কয়েকটি দিনের অপেক্ষামাত্র। তারপর কলকাতা মেতে উঠবে বাংলার শ্রেষ্ঠ উৎসবের আয়োজনে। দুর্গাপুজো ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক ও আইনি নির্দেশিকা মেনে চলা নিশ্চিত করতে আসরে কলকাতা পুলিশ (Kolkata Police)। আগামী ১০ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকের আয়োজন করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)। বৈঠকে বাছাই করা পুজো কমিটির কর্তাদের ডাকা হয়েছে। যে সব পুজোয় বিপুল সংখ্যায় জনসমাগম হয়, সেই সব পুজো কমিটির কর্তাদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে খবর।

শহরের দশটি পুলিশ ডিভিশনের অন্তর্গত বাছাই করা বড় পুজো কমিটিগুলো থেকে দু’জন করে প্রতিনিধি যোগ দেবেন এই বৈঠকে। প্রায় ১৫০০ জন পুজো উদ্যোক্তা উপস্থিত থাকবেন বলে খবর। কলকাতা পুরসভার (KMC) আধিকারিকেরা, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি (CESC), দমকল, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থার প্রতিনিধিরাও বৈঠকে থাকবেন। কলকাতার সব থানার ওসি, এসি ও ডিসিরাও বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর। জানা যাচ্ছে, অনলাইনে পুজোর অনুমতি নেওয়ার প্রক্রিয়া, হাইকোর্টের নির্দেশিকা মানা, চাঁদা আদায়ের নিয়মনীতি, প্যান্ডেল নির্মাণে বিধিনিষেধ, প্রতিমা বিসর্জনের সময়সূচি ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

এবার থেকে অনলাইন পারমিট প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। উদ্যোক্তারা যাতে কোনও সমস্যায় না পড়েন, তা নিয়ে আলোচনা হবে। আদালতের নির্দেশিকা ও প্রশাসনিক বিধিনিষেধ অমান্য করলে পদক্ষেপ করা হবে, এই মর্মে উদ্যোক্তাদের জানিয়ে দেবেন নগরপাল। সব মিলিয়ে প্রতিবারের মতোই শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো (Durga Puja 2025) সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছে কলকাতা পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen