মাথার দাম ৫০ লক্ষ! অন্ধ্র–ছত্তিসগড় সীমান্তে এনকাউন্টারে খতম মাওবাদী নেতা হিদমা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৩০: অন্ধ্রপ্রদেশের অল্লুরি সীতারামা রাজু জেলায় মঙ্গলবার এক তীব্র সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমা। মোট ছয় জন মাওবাদী এই অভিযানে মারা গেছে। ৪৩ বছর বয়সী হিদমা, যার মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা, দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্য নিরাপত্তা সংস্থার নজরে ছিলেন তিনি।
হিদমা নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর ২৬টি বড় হামলার মূল হোতা হিসেবে পরিচিত। ২০১০ সালে দান্তেওয়াড়া হামলায় ৭৬ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু এবং ২০১৩-র ঝিরম উপত্যকার ভয়াবহ হত্যাকাণ্ড—উভয় ক্ষেত্রেই তার ভূমিকা ছিল। ২০২১ সালের সুকমা-বিজাপুর হামলাতেও সে ছিল গুরুত্বপূর্ণ পরিকল্পনাকারীদের একজন।
গোপন সূত্রে মাওবাদীদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়ার পর অন্ধ্র–ছত্তিসগড়–ওড়িশা সীমান্তে শুরু হয় যৌথ অভিযান। নিরাপত্তা বাহিনীর গুলিতে হিদমা ছাড়াও নিহত হয় তার দ্বিতীয় স্ত্রী রাজে (রাজাক্কা) এবং তার ব্যক্তিগত দেহরক্ষীরা।
ছত্তিসগড়ের সুকমায় ১৯৮১ সালে জন্ম নেওয়া হিদমা ছিল পিএলজিজিএ (PLGA) ব্যাটালিয়ন–১-এর প্রধান, যা মাওবাদীদের শক্তিশালী আক্রমণ ইউনিট হিসেবে পরিচিত। সে ছিল সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সবচেয়ে তরুণ সদস্য এবং বাস্তার অঞ্চলের একমাত্র উপজাতি প্রতিনিধি। জঙ্গলভূমি সম্পর্কে তার তীক্ষ্ণ ধারণা, গেরিলা কৌশল এবং দ্রুত পরিকল্পনা বদলের ক্ষমতার জন্য তাকে নিরাপত্তা বাহিনী অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচনা করত।
অভিযানের সাফল্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, হিদমাকে নিষ্ক্রিয় করার লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যেই পূরণ হয়েছে। তিনি ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদ-মুক্ত করার লক্ষ্যের কথাও পুনর্ব্যক্ত করেন।