উত্তরপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২, আহত ৫

November 13, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫২:  ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttarpradesh) বারাবাঁকি। বৃহস্পতিবার বিকেলে জেলার একটি বাজি কারখানায় (Fire Crackers Burst) বিস্ফোরণ ঘটায় মৃত্যু হয়েছে কমপক্ষে দুই জনের, আহত হয়েছেন অন্তত পাঁচ জন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত তার শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, ফলে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে যোগী প্রশাসন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী (Fire brigade)। বহুক্ষণ ধরে চলতে থাকে উদ্ধারকাজ। প্রাথমিক তদন্তে দমকলকর্মীদের সন্দেহ, অগ্নি নিরাপত্তার নিয়ম মানা হয়নি কারখানায়। সেক্ষেত্রে অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen