মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিপর্যস্ত রেল পরিষেবা

এই দুর্ঘটনার পর চেন্নাই সেন্ট্রাল (Chennai central) থেকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।

July 13, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০৯: ট্রেনে আবারও ফিরলো আগুন (Fire) আতঙ্ক। রবিবার ভোরে তামিলনাড়ুর (Tamilnadu) তিরুভাল্লুরের কাছে একটি চলন্ত মালগাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। জানা গেছে, ট্রেনটিতে ডিজেল ভর্তি একাধিক ট্যাঙ্কার ছিল। একটি ট্যাঙ্কারে আগুন লেগে তা ক্রমশ দ্রুত ছড়িয়ে পড়ে আরও পাঁচ-ছয়টি বগিতে। আর মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা মালগাড়ি। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল, রেল পুলিশ ও স্থানীয় থানা। আগুন নেভাতে গিয়ে হিমশিম খাওয়ার অবস্থা হয় দমকল বাহিনীর। পরিস্থিতি মোকাবিলায় NDRF টিমও মোতায়েন করা হয়েছে। রেললাইনের নিরাপত্তার স্বার্থে ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে রেল চলাচল।

এই দুর্ঘটনার পর চেন্নাই সেন্ট্রাল (Chennai central) থেকে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। রেললাইন সংলগ্ন এলাকায় বসবাসকারী বহু মানুষ ইতিমধ্যেই ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে গিয়েছেন।এলাকাবাসীর বাড়িগুলি থেকে গ্যাস সিলিন্ডারগুলি সরানো হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল : চেন্নাই-আরাককোনাম রুটে সমস্ত লোকাল ট্রেন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়াও, 8টি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আরও ৫টি এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে, ফলে যাত্রীরা দুর্ভোগের পড়েছেন ৷

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রেল হেল্পলাইন নম্বর চালু করেছে।এগুলি হল ০৪৪-২৫৩৫৪১৫১, ০৪৪-২৪৩৫৪৯৯৫৷

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen