প্রতিপক্ষের রাজনৈতিক নেতাকে অশালীন শব্দে নিশানা মীনাক্ষীর, কোথায় গেল বামেদের শিক্ষা-সৌজন্যের গৌরব?

একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই শুয়োরের বাচ্চাকে বসিয়ে রেখেছে, তার ভাষণ শুনবো?” মীনাক্ষীর নিশানায় ছিলেন শাসক দলের এক প্রথম সারির নেতা

June 29, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৪:২৫ প্রতিপক্ষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য, সিদ্ধার্থশঙ্কর রায়-জ্যোতি বসুর বন্ধুত্ব দেখে অভ্যস্ত বাংলার রাজনীতি। কিন্তু সদ্য প্রাক্তন বাম যুবনেত্রী সেই সৌজন্যের ঐতিহ্যকে কার্যত ধূলিসাৎ করে দিলেন। প্রকাশ্যে সভা মঞ্চ থেকে ছাপার অযোগ্য, অশালীন ভাষায় বিরুদ্ধপক্ষের এক নেতাকে আক্রমণ করলেন তিনি। উল্লেখ্য, অতীতে অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, অনিল বসুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নানাভাবে অশালীন মন্তব্যে বিঁধেছেন। সেই ধারা সিপিআইএমে আজও যে বজায় রয়েছে, কার্যত তা প্রমাণ করে দিলেন মীনাক্ষী।

কালীগঞ্জে এক সভায় দাঁড়িয়ে সিপিআই(এম) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই শুয়োরের বাচ্চাকে বসিয়ে রেখেছে, তার ভাষণ শুনবো?” বলাবাহুল্য, মীনাক্ষীর নিশানায় ছিলেন শাসক দলের এক প্রথম সারির নেতা। বামনেত্রীর বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

বামেদের শীর্ষস্থানীয় নেত্রীর মুখে এমন বুলি শুনে তাজ্জব বনে গিয়েছে নেটপাড়া। নিজেদের শিক্ষা, সৌজন্য ইত্যাদি নিয়ে বার বার গর্ব করেন বাম নেতারা। সেই শিক্ষিত দলের নেত্রীর মুখে এমন মন্তব্য! লাগাতার ক্ষয় হতে হতে শূন্য পৌঁছে যাওয়া লাল ঝান্ডাধারীরা কি হতাশায় ভুগছেন? তাই কি রাজনৈতিক লড়াইয়ে না-পেরে ব্যক্তিগত আক্রমণ আর অশালীন শব্দকে হাতিয়ার করছেন? উঠছে প্রশ্ন

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen