কেন্দ্রীয় বাজেটে আশাহত মধ্যবিত্ত, টুইটারে মিমের বন্যা
আজকের বাজেটের পর আশাহত মধ্যবিত্ত করদাতা।
February 1, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2022) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। প্রত্যাশামত মধ্যবিত্তদের জন্য আয়কর ছাড় (Income Tax) না থাকলেও প্রত্যক্ষ কর ব্যবস্থায় সংস্কারে জোর দিয়ে একাধিক ঘোষণা করেন তিনি। উল্লেখ্য, ডিজিট্যাল সম্পদ লেনদেনে এখন থেকে ৩০ শতাংশ আয়কর আদায় করবে কেন্দ্রীয় সরকার।
আজকের বাজেটের পর আশাহত মধ্যবিত্ত করদাতা। তাদের অনেকেই হতাশায় ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিক মাধ্যমে। অনেকেই আবার মিমের মাধ্যমে সরকারের সমালোচনা করেছেন। মোটের ওপর, কেন্দ্রীয় বাজেট নিয়ে নেটপাড়া সরগরম।
চলুন দেখে নেওয়া যাক এরকমই কিছু মিম: