মনরেগায় বাংলার বকেয়ার দাবিতে চড়ছে পারদ, সংসদ চত্বরে বিক্ষোভে তৃণমূল সাংসদরা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:১৫: বুধ, বৃহস্পতি পর শুক্রবারেও মনরেগা নিয়ে সংসদে সুর চড়াল তৃণমূল কংগ্রেস। বকেয়া মেটানোর দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। সংসদের মকরদ্বারের সামনে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা বিক্ষোভ দেখান শুক্রবার। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, শতাব্দী রায়, সৌগত রায়, মহুয়া মৈত্র সহ তৃণমূলের সব সাংসদই এদিন বিক্ষোভে সামিল হন।
তৃণমূল কংগ্রেসের সাংসদদের স্লোগান ছিল, ‘বাংলার প্রাপ্য বকেয়া মেটানো হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও।’ প্রবীণ সাংসদ সৌগত রায়ের বক্তব্য, “বাংলাকে বঞ্চিত করে কেন্দ্রীয় সরকার, মোদী-শাহরা বাংলার মানুষকে শুকিয়ে মারতে চাইছে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখাচ্ছি।” উল্লেখ্য, কলকাতা হাই কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে, ১০০ দিনের কাজে বাংলার বকেয়া মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েও টাকা আটকে রেখেছে কেন্দ্র। এ প্রসঙ্গে দোলা সেনের প্রশ্ন, “এই নিয়ে দিল্লিতে ৬৪ বার অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠানো হয়েছে। কিন্তু কিছুতেই ওরা টাকা দিতে চাইছে না।”
মনরেগার বকেয়ার দাবিতে আক্রমণাত্মক লড়াই শুরু করেছে তৃণমূলের সংসদীয় দল। একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বাংলার প্রায় দুই লক্ষ কোটি টাকার বকেয়া নিয়ে কেন্দ্রকে চাপে ফেলতে বুধবার থেকে রণকৌশলে নেমে পড়েছে বাংলার শাসক দল। সংসদের অন্দরেও একশো দিনের কাজের বকেয়া নিয়ে সরব হন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। রাজ্যসভায় সরব হন দোলা সেন।