প্রেমে মগ্ন দম্পতির মাঝেই হেঁটে গেলেন মেসি! বার্সেলোনার রাস্তায় অবিশ্বাস্য মুহূর্ত ভাইরাল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: বার্সেলোনার সরু রাস্তায় প্রেমাচ্ছন্ন এক বিকেল। এক দম্পতি নাচে মেতে উঠেছিলেন শহরের রোমান্টিক আবহে। হাসি, সুর আর তাল মিলিয়ে যখন চারপাশে শুধু ভালোবাসার ছোঁয়া—তখনই তাদের সঙ্গে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎই তাঁদের পেছনে দেখা যায় ফুটবল দুনিয়ার মহাতারকা লিওনেল মেসিকে। একঝলক তাকিয়েই স্তব্ধ দু’জন। মুহূর্তের মধ্যে বদলে যায় দৃশ্যপট—তারা তখন নিজদের প্রেমের মায়াজাল থেকে বেড়িয়ে তাদের মধ্যে সঞ্চার হয় ফুটবল প্রেম।
সেই দৃশ্য এখন রীতিমতো ভাইরাল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ভরিয়ে তুলেছেন একাধিক মন্তব্যে। কেউ বলছেন, “এই তো জীবনের সবচেয়ে অবাক করা ফটোবম্ব,” কেউ আবার লিখছেন, “বার্সেলোনায় প্রেমের মুহূর্তেও ফুটবলের ছোঁয়া!” মেসির অনায়াস উপস্থিতি যেন সাধারণ একটি সন্ধ্যাকে পরিণত করেছে বিশ্বজোড়া আলোচনার কেন্দ্রে।
ঘটনার পরদিনই আলোচনায় উঠে এসেছে মেসির সাম্প্রতিক বার্সেলোনা সফরের প্রসঙ্গও। দীর্ঘ সময় পর তিনি পা রেখেছিলেন প্রিয় কাম্প নউ-তে। ছবিতে দেখা গেছে, পুনর্নির্মিত স্টেডিয়ামের মাঝে নস্টালজিয়ায় ভাসছেন বিশ্বচ্যাম্পিয়ন এই তারকা। পুরনো ক্লাবের প্রতি ভালোবাসা, স্মৃতি আর আবেগে ভরা সেই সফর যেন তাঁর জীবনের এক নতুন অধ্যায়ের ইঙ্গিতও দিচ্ছে।
প্রেমের মুহূর্ত থেকে ফুটবলের নস্টালজিয়া—সব মিলিয়ে বার্সেলোনার সেই রাস্তার ভিডিও যেন এক অনন্য মুহূর্তের সাক্ষী।