NEET পরীক্ষার্থীদের সুবিধার্থে ১৩ তারিখ চলবে মেট্রো

তাই ছাত্রছাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখেই মেট্রো চালানোর সিদ্ধান্ত।

September 5, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

১৩ তারিখই হচ্ছে নিট পরীক্ষা। বিরোধীদের স্থগিত রাখার আবেদন আজ ফের খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই পরীক্ষার্থীদের যাতে অসুবিধায় পড়তে না হয় তাই ওই দিন চলবে মেট্রো।

রাজ্যের অনুরোধ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোরেল। সকাল ১১ টা থেকে সন্ধেয় ৭ টা পর্যন্ত গড়বে মেট্রোর চাকা। ওই দিন চলবে মোট ৬৬ টি ট্রেন। স্মার্ট কার্ড ব্যবহার করে অনায়াসেই ওঠা যাবে মেট্রোয়। তবে যাঁদের কাছে স্মার্ট কার্ড নেই তাঁদের জন্য থাকছে কাগজের টিকিট। করোনা সঙ্কটে নিট ও জেইই না করানোর পক্ষে সুপ্রিম কোর্টে জমা পড়েছিল আবেদন। কিন্তু তাতে সায় দেননি বিচারকরা। তাই ছাত্রছাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখেই মেট্রো চালানোর সিদ্ধান্ত।

প্রসঙ্গত, একগুচ্ছ নতুন নিয়ম মেনে কয়েকদিনের মধ্যেই পুরোদমে মেট্রো চলবে নিউ গড়িয়া থেকে নোয়াপাড়া। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। ১৪ সেপ্টেম্বর থেকেই চালু হতে পারে মেট্রো। তবে বিশেষ প্রয়োজনে তার আগেই ঘুরবে মেট্রোর চাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen