শনিবার সকালে ফের মেট্রো বিভ্রাট, দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা

July 5, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১১:৩৯: সপ্তাহের শেষে শহর কলকাতায় ফের মেট্রো বিভ্রাট। কিছু দিন বাদে বাদেই কলকাতা মেট্রোতে সমস্যা লেগেই রয়েছে। শনিবার সকাল থেকেই সমস্যা মেট্রো পরিষেবায়। যান্ত্রিক সমস্যার কারণেই এই অবস্থা। শনিবার ঠিক সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ডাউন কবি সুভাষগামী মেট্রোতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর ফলে একের পর এক মেট্রো বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

মেট্রো রেল সূত্র থেকে জানা যাচ্ছে , যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল তাই এই অবস্থ। সকাল ৯টা নাগাদ দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো। তার ফলে এই দুর্ভোগ। প্রায় আধা ঘন্টা পর সব পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা যাচ্ছে । ফের সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে মেট্রো পরিষেবা আবার স্বাভাবিক হয়।

এর আগেও সোমবার দিন , সুড়ঙ্গতে জল ঢুকে যাওয়ায় বন্ধ ছিল মেট্রো পরিষেবা। এর জন্য বিশেষ দলও তৈরি করা হয়েছিল কতৃপক্ষের তরফে। কী কারণে এই জল প্রবেশ করে ছিল সেই বিষয় কাজ চলেছে । মেট্রো আধিকারিকদের অনেকের দাবি, কর্মীসংকট একটা বড় কারণ এর ফলে রক্ষণা বেক্ষণ কম হয়। তাই স্বাভাবিকভাবেই কলকাতা মেট্রোর সুড়ঙ্গের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দিনের পর দিন কলকাতা মেট্রোতে বিভ্রাট লেগেই রয়েছে ,এর ফলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে নিত্যযাত্রীদের। একাধিক যাত্রী এই পরিষেবায় খুশি নয়। চাপ বাড়ছে মেট্রোরেল কর্তৃপক্ষের

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen