সপ্তাহান্তে ফের মেট্রো বিভ্রাট, দক্ষিণেশ্বর-গিরিশ পার্কের মাঝে আংশিক ব্যাহত পরিষেবা

October 11, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৩:৫১: সপ্তাহান্তে শহরে ফের মেট্রো বিভ্রাট। পুজো মিটলেও কিছুতেই সারছে না চেনা রোগ। শনিবার সকালে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয়। গিরিশ পার্ক থেকে দমদম পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চলতে থাকে অত্যন্ত ধীর গতিতে, যার ফলে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়।

সকাল থেকেই মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের দীর্ঘ লাইন, প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিড় এবং ট্রেনের বিলম্বে যাতায়াতকারীদের সময় নষ্ট হয়। অফিসযাত্রী থেকে শুরু করে পড়ুয়া, সবাইকে পড়তে হয় বিপাকে। অনেকেই বিকল্প পরিবহনের খোঁজে রাস্তায় নামেন, যার ফলে শহরের অন্যান্য রুটেও চাপ বাড়ে।

শনিবার দুপুরে দমদম মেট্রো স্টেশনে সিগন্যালিং সমস্যার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। পাশাপাশি শহিদ ক্ষুদিরাম থেকে গিরিশ পার্ক পর্যন্ত রুটেও পরিষেবা ছিল অনিয়মিত। একাধিক স্টেশনে থেমে থেমে চলেছে ট্রেন, যার ফলে যাত্রীদের যাত্রাপথে সময় লেগেছে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই বিভ্রাট ঘটে। যদিও যাত্রীদের অভিযোগ, সমস্যার সময় স্টেশনগুলিতে কোনও স্পষ্ট ঘোষণা হয়নি। ট্রেনের চালকরাও কোনও সদুত্তর দিতে পারেননি। ফলে বিভ্রান্তি ও ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।

এরই মধ্যে কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে সীমিত সংখ্যক ট্রেন চলছিল। মেট্রো কর্তৃপক্ষ আগেই জানিয়েছিল, ২৭২টি ট্রেনের মধ্যে ৩২টি মহানায়ক উত্তম কুমার স্টেশনেই থেমে যাবে, কবি সুভাষ পর্যন্ত যাবে না। ফলে যাত্রীদের মধ্যে আগেই ছিল অসন্তোষ।

উল্লেখ্য, সম্প্রতি ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) নিয়ে যাত্রীদের ক্ষোভ বেড়েই চলেছে। দেরিতে ট্রেন পৌঁছনো, দরজা বন্ধ না হওয়া, স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা- এই সব সমস্যায় জেরবার যাত্রীরা। তাঁদের মতে, নতুন তিনটি রুট চালু হওয়ার পর থেকেই ব্লু লাইন যেন অবহেলিত হয়ে পড়েছে। পুজোর সময় পরিষেবা স্বাভাবিক থাকলেও, উৎসব শেষ হতেই ফের দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen