BJP শাসিত অসমে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু
জানা গিয়েছে, ১৬ আগস্ট বাড়িতে এসেছিলেন সোমনাথ। গত মঙ্গলবার তিনি অসমে কাজে ফিরে যান। বৃহস্পতিবার থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫২: একের পর এক বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য থেকে রাজধানী নয়া দিল্লি, রীতিমতো দেশব্যাপী আন্দোলন শুরু করেছে বাংলার শাসকদল। এই আবহে বিজেপিশাসিত অসমে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এক শ্রমিকের। মৃতের নাম সোমনাথ জানা। বয়স ২৭ বছর। কাকদ্বীপ থানার বামানগরের পার্বতীপুর এলাকার বাসিন্দা তিনি।
জানা গিয়েছে, ১৬ আগস্ট বাড়িতে এসেছিলেন সোমনাথ। গত মঙ্গলবার তিনি অসমে কাজে ফিরে যান। বৃহস্পতিবার থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরিবারের চিন্তা বাড়তে থাকে। রবিবার সকালে পরিবার অসমের অফিসে ফোন করলে জানানো হয়, বাস দুর্ঘটনায় সোমনাথের মৃত্যু হয়েছে।
একটি বেসরকারি কোম্পানিতে সোলার প্যানেলের কাজ করতেন সোমনাথ। তাঁর অকালমৃত্যুতে সন্দেহ তৈরি হয়েছে। বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নিয়ে বার বার অভিযোগ উঠেছে। এমনকি বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে সোমনাথের মৃত্যু ঘিরে সন্দেহ দানা বেঁধেছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বলেন, অসমে বাংলার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনার কথা তাঁরা জানতে পেরেছেন। প্রাথমিকভাবে বলা হচ্ছে দুর্ঘটনা। কিন্তু প্রকৃত কারণ জানতে চান সামিরুল। তিনি আরও জানান, বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। সোমনাথের পরিবার রাজ্য সরকারের সাহায্যের আর্জি জানিয়েছে। তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে শ্রমিক কল্যাণ পর্ষদ।