পাক আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে জঙ্গি হামলা! মৃত অন্তত তিন জওয়ান

November 24, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৫৪: পাক আধাসামরিক বাহিনীর সদর দপ্তরেই ঘটল জঙ্গি হানার ঘটনা। পাকিস্তানের পেশওয়ারে আধাসেনার দপ্তরের ভিতরে গুলি চলেছে বলে জানা যাচ্ছে। স্থানীয়দের দাবি, তারা বিস্ফোরণের আওয়াজও পেয়েছেন। সূত্রের খবর, অন্তত দু’জন ফিদায়েঁ জঙ্গি এই হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত এই হামলায় তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

জানা গিয়েছে, আজ; সোমবার সকালে পেশোয়ারের আধাসেনা সদর দপ্তরে ঢুকে পড়ে দুই আত্মঘাতী জঙ্গি। প্রবেশদ্বারের সামনে বিস্ফোরণ ঘটায় প্রথম ফিদায়েঁ জঙ্গি। পরপর দু’টি বিস্ফোরণ হয়। দ্বিতীয়জন ঢোকে ঘাঁটিতে। তারপর গুলি চালায় এবং পরে বিস্ফোরণ ঘটিয়েছে আত্মঘাতী হয় জঙ্গি। এমনটাই অনুমান করা হচ্ছে। আপাতত গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। তল্লাশি চলছে। আরও কয়েকজন জঙ্গি দপ্তরে লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

জানা গিয়েছে, জঙ্গি হানায় তিন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। দুই আত্মঘাতী জঙ্গিও মারা গিয়েছে। আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কিছু ভিডিও ভাইরাল হয়েছে ওই এলাকা থেকে। যদিও তার সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen