বাংলায় MSME ক্ষেত্রে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা? কী বলছেন অমিত মিত্র?

বাংলা প্রায় ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা ঋণ দিয়েছিল। চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ইতিমধ্যেই ছোট শিল্পে ঋণের পরিমাণ ৮৭ হাজার কোটি টাকা পেরিয়ে গিয়েছে।

October 2, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা অর্থদপ্তরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র কদিন আগেই দাবি করেছেন, বাংলায় সাম্প্রতিক বিনিয়োগের প্রেক্ষিতে ৪৪ লক্ষ কর্মসংস্থান হওয়া উচিত। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পেই (এমএসএমই) এই বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সম্ভব, এমনই দাবি তাঁর। তিনি বলেন, ২০২২-২৩ অর্থবর্ষে বাংলায় ছোট শিল্পে এক লক্ষ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল। বাস্তবে তা ছাপিয়ে গিয়েছিল। বাংলা প্রায় ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকা ঋণ দিয়েছিল। চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসে ইতিমধ্যেই ছোট শিল্পে ঋণের পরিমাণ ৮৭ হাজার কোটি টাকা পেরিয়ে গিয়েছে।

বাংলার প্রাক্তন অর্থমন্ত্রীর কথায়, প্রতি এক কোটি টাকা লগ্নিতে ৩৭ জনের কাজের সুযোগ তৈরি হয়। সেক্ষেত্রে ঋণের অঙ্কের হিসেব বলে, প্রায় ৪৪ লক্ষ মানুষের নতুন কাজের সুযোগ হতে পারে।বিনিয়োগ কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি রাজ্যের জিডিপি বৃদ্ধিতেও সাহায্য করবে। এক কোটি টাকা বিনিয়োগে জিডিপি বৃদ্ধি হয় চার কোটি টাকার। ছোট শিল্পগুলিকে যে ঋণ দেওয়া হয়েছে, তাতে প্রায় চার লক্ষ কোটি টাকার জিডিপি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

চলতি অর্থবর্ষ শেষে বাংলার মোট জিডিপির পরিমাণ প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকায় পৌঁছবে বলে মনে করছেন অমিত মিত্র। বাংলায় এমএসএমই সংস্থাগুলির তরফে ব্যাঙ্কে ঋণ শোধের হার যথেষ্ট ভাল। স্বনির্ভর গোষ্ঠীরগুলিকে গত অর্থবর্ষে ১৯ হাজার ১৫০ কোটি টাকা ঋণ দিয়েছিল বাংলা। অমিতবাবুর মতে, অর্থনীতির জন্য এটিও সদর্থক পদক্ষেপ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen