কমিশনের ভুল ম্যাপিংয়ের জেরে ‘অস্তিত্বহীন’ লক্ষ লক্ষ ভোটার

November 28, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৫: হয়রানির মুখে পড়তে চলেছে লক্ষ লক্ষ ভোটার। পূরণ করা ইনিউমারেশন ফর্ম অ্যাপ মারফত ডিজিটাইজ করতে গিয়ে BLO-রা দেখছেন, অন্য কোনও জেলা থেকে সেই ভোটারের ফর্ম জমা পড়ে গিয়েছে। গোটা বাংলায় লক্ষ লক্ষ ভোটারের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। নথি নিয়ে তাঁদের ছুটতে হবে হিয়ারিংয়ে। নিজেদের ‘অস্তিত্ব’ প্রমাণ করতে হবে।

এমন বহু ভোটার রয়েছেন, যাঁদের নাম ২০০২ সালের তালিকায় থাকা সত্ত্বেও অন্য ভোটারের নামে তাঁদের ফর্ম আপলোড হয়ে গিয়েছে, এমনই খবর মিলেছে কমিশন সূত্রে। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর, মালদহ, দক্ষিণ ২৪ পরগনার মত জেলায় এমন ঘটনা ঘটেছে।
BLO থেকে ERO, কারও কাছে উত্তর নেই। বর্তমান তালিকার সঙ্গে ২০০২ সালের ভোটার তালিকার তথ্য যাচাইয়ের ভুলেই এই বিপত্তি বেঁধেছে। যদিও সরাসরি কেউ স্বীকার করেননি।

মনে করা হচ্ছে, একাধিক ক্ষেত্রে সঠিকভাবে ম্যাপিংয়ের তথ্য তোলার কাজ করা হয়নি। ম্যাপিংয়ের তথ্য অ্যাপে আপলোডের সময় এক ব্যক্তির ক্রমিক নম্বরে ভুল করে অন্য কোনও ব্যক্তির তথ্য তুলে দেওয়া হয়েছে। ফলে সঠিক তথ্য দিলেও ভোটারকে অ্যাপ ‘নট ফাউন্ড’ বলে দেখাচ্ছে। তথ্য বিভ্রাটের জেরে চরম আতান্তরে পড়েছেন প্রায় লক্ষাধিক ভোটার। আপলোড না-হওয়া ফর্মগুলি ERO-দের কাছে জমা দিতে বলা হয়েছে। ফর্মগুলি নিয়ে কী করা হবে, তা অজানা। বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা ইনিউমারেশন ফর্ম জমা দেবেন না, তাঁদের নাম খসড়া তালিকায় থাকবে না। ইনিউমারেশন ফর্ম জমা দিলেও তা আপলোড না হওয়ার কারণে, অনেকের ফর্ম জমা পড়েনি বলে গণ্য হবে। এই ভোটারদের নাম খসড়া তালিকায় উঠবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen