SIR শুনানিতে ডাক পেলেন মন্ত্রী তাজমুল হোসেন ও বিধায়ক নওশাদ সিদ্দিকী

January 19, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০০: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে শুনানিতে হাজিরার জন্য নির্বাচন কমিশনের নোটিস পেলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সোমবার তাঁদের এই নোটিস পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, আগামী ২৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টা নাগাদ মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার খিজিরিয়া বাংরুয়া প্রাইমারি স্কুলে মন্ত্রী তাজমুল হোসেনকে (Tajmul Hossain) হাজিরা দিতে বলা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, বর্তমান ও পূর্ববর্তী ভোটার তালিকায় মন্ত্রীর নিজের এবং তাঁর বাবার নামের তথ্যে অসঙ্গতি রয়েছে। তিন বারের বিধায়ক হওয়ার পরেও নিজের বৈধতা প্রমাণের নোটিস পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, যে কমিশনের অধীনে তিনি তিনবার নির্বাচিত, তারাই এখন তাঁর ভোটাধিকার যাচাই করছে।

অন্যদিকে, নোটিস পেয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, তিনি এতে আতঙ্কিত নন। তিনি বলেছেন, ভোটদানের অধিকার সংবিধানের ৩২৬ অনুচ্ছেদ অনুযায়ী থাকবে, তা কারও আশীর্বাদ বা অভিশাপের ওপর নির্ভর করে না।

প্রসঙ্গত, এর আগে সাংসদ অভিনেতা দেব, বাপি হালদার, সামিরুল ইসলাম এবং বিধায়ক জাকির হোসেন ও বায়রন বিশ্বাসকেও একই কারণে শুনানির নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়কেও নোটিস ধরানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen