বিধানসভায় চক্ষু পরীক্ষা বিধায়কদের

দীর্ঘদিন ধরে বিভিন্ন বিধায়ক চোখের সমস্যার কথা জানাচ্ছিলেন স্পিকারকে। ব্যস্ততার জন্য তাঁরা ভাল চোখের হাপাতালে গিয়ে চোখ পরীক্ষা করাতে পারছিলেন না

February 6, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন। প্রথম দিনে বিধায়কদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘদিন ধরে বিভিন্ন বিধায়ক চোখের সমস্যার কথা জানাচ্ছিলেন স্পিকারকে। ব্যস্ততার জন্য তাঁরা ভাল চোখের হাপাতালে গিয়ে চোখ পরীক্ষা করাতে পারছিলেন না।

গোটা রাজ্যের বিধায়করা অধিবেশন চলাকালীন বিধানসভায় এক জায়গায় হন। সেই কথা মাথায় রেখে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেন শঙ্কর নেত্রালয়ের সঙ্গে। সোমবার সেখানকার চিকিৎসকরা বিধায়কদের চোখ পরীক্ষা করেন।

স্পিকার জানান এক জায়গায় চোখের পরীক্ষা হওয়া সুবিধাজনক। যাঁদের চশমার প্রয়োজন, তাঁদের পছন্দসই চশমার মাপ নেত্রালয় থেকে নিয়ে গেছে। নির্দিষ্ট দিনে সবার চশমা ডেলিভারি হলে বিধায়করা তার বিল মিটিয়ে দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen