সিঙ্গুরে টাটা-প্রসঙ্গ এড়ালেন মোদী! আশাহত গেরুয়া শিবির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: ভোটমুখী বঙ্গে রবিবার সিঙ্গুরে ছিল হাইভোল্টেজ জনসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শিল্পায়ন ও আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেও, বহু প্রতীক্ষিত ‘টাটা’ প্রসঙ্গ নিয়ে কার্যত নীরবই রইলেন। জমি আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুরে দাঁড়িয়ে মোদী টাটাদের ফিরিয়ে আনা বা ন্যানো কারখানার পরিত্যক্ত জমিতে সুনির্দিষ্ট কোনও শিল্পের ঘোষণা না করায় হতাশ স্থানীয় বিজেপি (BJP) নেতৃত্ব।
রবিবার প্রধানমন্ত্রীর সভার আগে সিঙ্গুরের আবহ ছিল উত্তপ্ত। সিঙ্গুরের ১০০০ একর জমির মধ্যে যে অংশ চাষযোগ্য নয়, সেখানে ফের শিল্পস্থাপনের দাবি জানিয়ে আসছিল ‘সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি’। স্থানীয় বিজেপি নেতৃত্বের আশা ছিল, প্রধানমন্ত্রী হয়তো এই মঞ্চ থেকে টাটাকে ফিরিয়ে আনা বা বড় কোনও বিনিয়োগের ‘সদর্থক বার্তা’ দেবেন। সভার আগে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, “আশা করছি, প্রধানমন্ত্রী সিঙ্গুর নিয়ে কোনও ইতিবাচক বক্তব্য শোনাবেন।”
কিন্তু রবিবাসরীয় দুপুরে প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণে টাটার নামোচ্চারণ একবারও শোনা গেল না। মোদী শিল্পায়নের প্রয়োজনীয়তা নিয়ে সরব হলেন ঠিকই, কিন্তু টাটাকে আবার সিঙ্গুরে ডেকে এনে শিল্পস্থাপনের সুনির্দিষ্ট কোনও আশ্বাস দিতে দেখা গেল না তাঁকে। এর পরিবর্তে তিনি জোর দিলেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর।
সিঙ্গুরে শিল্প নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় খানিকটা ব্যাকফুটে বিজেপির স্থানীয় নেতৃত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিজেপি নেতার আক্ষেপ, “আমরা ভেবেছিলাম, সিঙ্গুর নিয়ে নিশ্চয়ই কিছু বলবেন প্রধানমন্ত্রী। কারণ, সিঙ্গুরের বহু মানুষ তা-ই চাইছেন এবং আমরাও তাঁদের সেই আশ্বাস দিয়েছিলাম। আমাদের মুখের কথার ওপর ভরসা করে অনেকেই প্রধানমন্ত্রীর ভাষণের দিকে তাকিয়ে ছিলেন। কিন্তু প্রতিশ্রুতি না মেলায় এবার আমরা তাঁদের কী জবাব দেব, সেটা বুঝতে পারছি না।”