গুরুত্বপূর্ণ বাদল অধিবেশনের শুরুতেই বিদেশ সফরে মোদী, দায় এড়ানোর চেষ্টা?

‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই বিশেষ সংসদীয় অধিবেশনের দাবি জানিয়ে আসছে বিরোধীরা। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার কোনও সদর্থক পদক্ষেপ নেয়নি।

July 21, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৭: শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এর মধ্যেই চলতি সপ্তাহে বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল, ‘অপারেশন সিঁদুর’, বিহারের SIR-সহ একাধিক স্পর্শকাতর বিষয়ে আলোচনা হওয়ার কথা। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী সম্ভবত এই বিষয়গুলির কোনওটিরই সরাসরি প্রত্যুত্তর দেবেন না।

চলতি সপ্তাহেই একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের জন্য প্রধানমন্ত্রী ব্রিটেন (United Kingdom) ও মালদ্বীপ (Maldives) সফরে যাচ্ছেন। আগামী বুধবার থেকে শুরু হওয়া চার দিনের এই বিদেশ সফর ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য এবং কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই বিশেষ সংসদীয় অধিবেশনের দাবি জানিয়ে আসছে বিরোধীরা। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার এতদিন সে বিষয়ে কোনও সদর্থক পদক্ষেপ নেয়নি।

উল্লেখযোগ্য, গত শনিবার ইন্ডিয়া জোটের (INDIA alliance) ভার্চুয়াল বৈঠকে সংসদে বিরোধীদের যৌথ রণকৌশল নির্ধারিত হয়। ওই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর রবিবার সর্বদলীয় বৈঠকে বিরোধীদের চাপের মুখে অবশেষে কেন্দ্র সরকার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় সম্মতি জানায়। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু জানান, “পহেলগাঁওয়ে জঙ্গি হানা হোক বা অপারেশন সিঁদুর— কোনও বিষয়েই আলোচনা থেকে পিছু হটতে চায় না সরকার।” তবে সূত্রের দাবি, সরকার এই প্রসঙ্গটিকে অগ্রাধিকারের তালিকায় রাখেনি।

বিরোধীদের দাবি, অপারেশন সিঁদুর, বিহারে ভোটার তালিকা সংশোধন এবং মণিপুরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলাকালীন প্রধানমন্ত্রী যেন সংসদে উপস্থিত থাকেন।

আজ বাদল অধিবেশনের প্রথম দিন সংসদ চত্বরে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “এই বাদল অধিবেশন দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের বিজয়োৎসবের অধিবেশন।”

তবে রাজনৈতিক মহলের প্রশ্ন, যেহেতু সরকার পক্ষই বাদল অধিবেশনের দিনক্ষণ ঠিক করে, তাহলে কেন অধিবেশনের শুরুতেই বিদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী? তিনি যখন নিজেই এই অধিবেশনকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করছেন, তখন তার অনুপস্থিতি কি ইচ্ছাকৃত? বিরোধীদের অভিযোগ, সংসদে জবাবদিহি এড়াতেই কি শুরু থেকেই মোদীজি বিরোধীদের এড়িয়ে যেতে চাইছেন?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen