চাপের মুখে GST স্ল্যাব কমাতে বাধ্য হয়েছে মোদী সরকার, দাবি বিরোধীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:৫০: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দাবি করেছেন, জিএসটির (GST) ধাপ কমিয়ে সাধারণ মানুষকে তিনি দিয়েছেন দীপাবলির উপহার। কিন্তু বিরোধীরা এই কৃতিত্ব তাঁকে দিতে নারাজ। তাঁদের অভিযোগ, মোদী সরকার আসলে চাপের মুখে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর দিল্লিতে বসছে জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠক। সেখানেই পাঁচটি ধাপ থেকে কমিয়ে চারটি ধাপে আনার প্রস্তাব চূড়ান্ত হতে পারে। নতুন স্ল্যাব হবে, শূন্য, ৫, ১৮ এবং ৪০ শতাংশ। বর্তমানে হারগুলো হল শূন্য, ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ।
গত ১৫ আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ৪০ শতাংশ জিএসটি স্ল্যাবের ঘোষণা করেন। অথচ সাংবিধানিক কমিটি কাউন্সিলের অনুমোদন দেওয়ার আগেই কীভাবে তিনি ঘোষণা করলেন, সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা।
তাঁদের মতে, কর কাঠামো পরিবর্তনের ফলে রাজ্যগুলির রাজস্ব ক্ষতি হবে বিপুল। বিশেষজ্ঞরা বলছেন, বছরে প্রায় ৮৫ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হতে পারে। এর আগেই ক্ষতিপূরণের টাকা সব রাজ্য পায়নি। এবার ধাপ কমালে ক্ষতির বোঝা আরও বাড়বে।
তবে জিএসটি হার কমানো নিয়ে সরাসরি আপত্তি নেই কোনও রাজ্যের। শর্ত একটাই, ক্ষতির দায় কেন্দ্রকে নিতে হবে। এই দাবিতেই আসন্ন বৈঠকে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শাসিত রাজ্যগুলি।
পশ্চিমবঙ্গের অর্থদপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) বক্তব্য, “জিএসটি আদায়ের কৃতিত্ব রাজ্যের। প্রধানমন্ত্রী নিজের প্রচারের জন্য কর কাঠামো বদলে কৃতিত্ব নিতে পারেন না। হার কমলে মানুষের উপকার হবে, কিন্তু তার দাবি বিরোধীদেরই।” ফলে কেন্দ্রের ঘোষণাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়ল। এখন নজর ৩-৪ সেপ্টেম্বরের কাউন্সিল বৈঠকে।