গ্রামীণ অর্থনীতিতে আঘাত মোদী সরকারের, বাজেটে কমল ১০০ দিনের কাজের বরাদ্দ

বাড়ি বানানোর কাজে লোক লাগে। তাই এই প্রকল্পগুলিতেও গ্রামের মানুষ কাজ পাবেন।

February 8, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের গ্রামীণ অর্থনীতিতে আঘাত আনল মোদী সরকার। বাজেটে ১০০ দিনের কাজে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। গ্রামাঞ্চলে একশো দিনের কাজের চাহিদা থাকলেও কমানো হল বরাদ্দ। বিগত চার বছরের মধ্যে বরাদ্দ সর্বনিম্ন। এই নিয়ে টানা দু-বার একশো দিনের কাজে বরাদ্দ কমালো মোদী সরকার। যদিও বরাদ্দ কমানো নিয়ে এক তত্ত্ব খাড়া করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন। তার মতে, একশো দিনের কাজ প্রকল্পে বরাদ্দ কমানোর অন্যতম কারণ নাকি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা ও জল জীবন মিশনে অনেক বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। বাড়ি বানানোর কাজে লোক লাগে। তাই এই প্রকল্পগুলিতেও গ্রামের মানুষ কাজ পাবেন। গ্রামের পরিযায়ী শ্রমিকরা কাজের সন্ধানে আবারও শহরে যাবেন। মোদী সরকারের আশা, আগামী অর্থবর্ষে একশো দিনের প্রকল্পে কাজের চাহিদা অনেকটাই কমবে। সেক্ষেত্রে নাকি, চাহিদা বিচার করে বরাদ্দ বাড়ানো হবে। এবারের বাজেটে একশো দিনের প্রকল্পে পিএম কিষান, মিড ডে মিল ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের জন্য বরাদ্দ কমেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen