পুজোর আগে কলকাতায় মোদী, কড়া ট্রাফিক বিধিনিষেধ লালবাজারের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:২১: দুর্গাপুজোর আগেই ফের কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) ফোর্ট উইলিয়ামে ইস্টার্ন কমান্ডের সদর দফতরে শুরু হচ্ছে তিন দিনের ‘কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫’। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। তাই তাঁর সফরকে কেন্দ্র করে শহরে দুই দিন ধরে কড়া ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে লালবাজার।
*১৪ সেপ্টেম্বর: দুপুর ৩:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল সম্পূর্ণ বন্ধ।
রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ – রেড রোড – জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে মা উড়ালপুল পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এজিসি বোস উড়ালপুল থেকে হাসপাতাল রোড – লাভার্স লেন – খিদিরপুর রোড হয়ে জে অ্যান্ড এন আইল্যান্ড পর্যন্তও পণ্যবাহী যান নিষিদ্ধ।
*১৫ সেপ্টেম্বর: সকাল ৭:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা।
রাজভবন দক্ষিণ গেট থেকে আরআর অ্যাভিনিউ – রেড রোড – জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে ফোর্ট উইলিয়ামের পূর্ব গেট এবং খিদিরপুর রোড পর্যন্ত যানবাহন প্রবেশ করতে পারবে না।
*১৪ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত রাজভবনের আশপাশের রাস্তায় ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
*১৪ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট থেকে বিবাদী বাগ দক্ষিণ ক্রসিং পর্যন্ত একাধিক রাস্তা পুরোপুরি বন্ধ থাকবে।
লালবাজার জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরের দিন শহরের একাধিক রাস্তায় যান চলাচলের দিক পরিবর্তন করা হতে পারে। বিকল্প রাস্তার ব্যবস্থা থাকবে, তবে পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সবমিলিয়ে দুর্গাপুজোর আগের ব্যস্ত সময়ে কলকাতাবাসীকে মোদীর সফর ঘিরে ট্রাফিকের সমস্যার মুখে পড়তে হবে।