মোদীকে রামের ত্রাতা হিসেবে দেখানোর চেষ্টা বিজেপির, নিন্দায় সরব সকলে
এখানে শ্রী রামকে শুধু আকারে ছোট না, স্বয়ং মোদীকে শ্রী রামের ত্রাতা হিসেবে দেখানো হয়েছে।

৫০০ বছরের লড়াই শেষে আজ সেই ঐতিহাসিক দিন। আজকের দিনেই বহু প্রতীক্ষিত রাম মন্দিরের ভূমি পুজো অনুষ্ঠিত হলো। গত নভেম্বরে মহামান্য সুপ্রীম কোর্ট রায় দেয় এই মন্দির নির্মাণের।
গতকাল সন্ধ্যে থেকে বিভিন্ন বিজেপি সমর্থক ও কর্মীদের প্রোফাইল পিকচারে একটি ছবি দেখা যাচ্ছে। সেই ছবিতে দেখা যাচ্ছে পরিকল্পিত মন্দিরের একটি নকশার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিশুরূপী রামকে হাত ধরে নিয়ে এগিয়ে যাচ্ছেন। মুহূর্তেই ভাইরাল হয় ফটোটি। এখানে শ্রী রামকে শুধু আকারে ছোট না, স্বয়ং মোদীকে শ্রী রামের ত্রাতা হিসেবে দেখানো হয়েছে।
এরপরই শুরু হয় বিতর্ক। নিন্দায় সরব হন সেলেব থেকে সাধারণ মানুষ। অনেকে মনে করছেন রাম মন্দিরকে ঢাল বানিয়ে কেন্দ্রীয় সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই করোনা অতিমারীর সময় এই পুজোর আয়োজন করেছে।
কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা ধরা পড়ে। এর কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন শাহ। স্বভাবতই মোদির এখন আইসোলেশনে যাওয়ার কথা। কিন্তু, সেইসব দিকে না গিয়ে আজ তিনি উপস্থিত ছিলেন এই ভূমি পুজো অনুষ্ঠানে। তাই প্রশ্ন উঠছে, রামের নামে রাজনীতি করছে বিজেপি?