দেশের সর্বোচ্চ ১০ করদাতা রাজ্যের মধ্যেই নেই মোদীর ধনী গুজরাট, নেপথ্যে কারণ কী?

শুধু ধনীদের সংখ্যায় নয়, সামগ্রিক করদাতার হারে অনেকটাই পিছিয়ে গুজরাট। গুজরাটে মাত্র ৭ শতাংশ নাগরিকের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি

August 27, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৮: ২০১৪ সালে নরেন্দ্র মোদী দেশবাসীকে দেখিয়েছিলেন ‘গুজরাট মডেল’-এর স্বপ্ন। উন্নয়নের দৃষ্টান্ত হিসেবে রাজ্যকে সামনে রেখে কেন্দ্রের ক্ষমতায় এসেছিলেন তিনি। কিন্তু করদাতাদের পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। ধনী কিংবা উচ্চ মধ্যবিত্ত করদাতার সংখ্যায় গুজরাট শীর্ষ দশেই নেই।

আয়কর দপ্তর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বার্ষিক ২৫ থেকে ৫০ লক্ষ টাকা আয়ের করদাতার সংখ্যায় সবার শীর্ষে মহারাষ্ট্র, ১.৩৭ লক্ষ জন। দ্বিতীয় স্থানে কর্নাটক (১.৩০ লক্ষ) এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু (৪৩.৯ হাজার)। দশম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, যেখানে এমন করদাতার সংখ্যা ২৬.৭ হাজার। অন্যদিকে পশ্চিমবঙ্গ ষষ্ঠ স্থানে রয়েছে। তালিকায় গুজরাটের নামই নেই।

আশ্চর্যের বিষয়, শুধু ধনীদের সংখ্যায় নয়, সামগ্রিক করদাতার হারে গুজরাট অনেকটাই পিছিয়ে রয়েছে। তথাকথিত ‘মডেল রাজ্য’ গুজরাটে মাত্র ৭ শতাংশ নাগরিকের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি। তুলনামূলকভাবে পিছিয়ে থাকা ঝাড়খণ্ডেও ২০ শতাংশ মানুষের আয় ১২ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে। অর্থাৎ, আয় ও করদানের প্রায় সব সূচকেই গুজরাট পিছিয়ে। সম্প্রতি তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার এই পরিসংখ্যান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে বিজেপির অর্থনৈতিক মডেলকে কটাক্ষ করেছেন।

অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, এর নেপথ্যে কর ফাঁকির প্রবণতা বড় কারণ। গুজরাটে ব্যবসায়ী শ্রেণির আধিক্য থাকায় নগদ লেনদেনই বেশি। ফলে অনেকেই হয়তো রিটার্নই জমা দেন না। এ কারণে প্রকৃত চিত্র পরিসংখ্যানের বাইরে থেকে যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen