কলকাতা লিগে বড় জয় মহামেডানের

অভিজিৎ সরকার গোলটি করেন। ৭৯ মিনিটে গণেশ বেসরা দলের হয়ে চতুর্থ গোলটি করেন।

August 23, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা ফুটবল লিগে বুধবার বড় জয় পেল মহামেডান স্পোর্টিং। এদিন টালিগঞ্জ অগ্রগামীকে ৪-০ গোলে হারাল সাদা-কালো শিবির।

খেলার ১৪ মিনিটে অভিষেক হালদার ১-০ করেন সাদা-কালো শিবিরের হয়ে। ৩৫ মিনিটে অভিজিৎ সরকার ২-০ করেন। বিরতির পরে আরও দুটো গোল করে মহামেডান স্পোর্টিং। ৫৬ মিনিটে মহামেডান ৩-০ করে। অভিজিৎ সরকার গোলটি করেন। ৭৯ মিনিটে গণেশ বেসরা দলের হয়ে চতুর্থ গোলটি করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen