দীর্ঘ আট বছরের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মোহনবাগানের কিয়ান নাসিরি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪৫: বছরের শুরুতেই শুভ পরিণয় বাগান শিবিরে। মোহনবাগানের তারকা ফুটবলার কিয়ান নাসিরি ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা মিহিরা সিং জীবনের নতুন ইনিংস শুরু করলেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে। প্রেমের পথচলা থেকে বৈবাহিক সম্পর্কে পৌঁছনোর এই গল্প ইতিমধ্যেই আবেগ ছুঁয়ে গেছে সবুজ-মেরুন সমর্থকদের হৃদয়।
প্রায় আট বছর আগে শুরু হয়েছিল কিয়ান-মিহিরার প্রেম। সময়ের সঙ্গে সঙ্গে সুখ-দুঃখ- আনন্দকে সঙ্গে নিয়ে অবশেষে চার হাত এক হলো। শনিবার জানা যায়, বিয়ের কারণেই মোহনবাগানের অনুশীলনে অনুপস্থিত ছিলেন জামশেদ পুত্র কিয়ান। রবিবার সন্ধ্যায় সাদা ব্লেজার ও সাদা গাউনে একে অপরের হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়ান কিয়ান ও মিহিরা। যদিও নবদম্পতি এখনও নিজেদের বিয়ের ছবি প্রকাশ্যে আনেননি, তবু সোশাল মিডিয়ায় শুভেচ্ছা আর অভিনন্দনের বন্যা বইছে।
মাঠের ভেতরে যেমন কিয়ান একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন, তেমনই মাঠের বাইরেও মিহিরা ছিলেন তাঁর ছায়াসঙ্গী। ডার্বিতে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোয়ার মাঠে হ্যাটট্রিক করার নজির আজও কিয়ানের নামের সঙ্গেই জড়িয়ে যা লেখা থাকবে ভারতীয় ফুটবলে স্বর্ণাক্ষরে। জামশিদ নাসিরির পুত্র কিয়ান ২০২৪ সালে মোহনবাগান ছাড়লেও চলতি মরশুমে তিন বছরের চুক্তিতে আবারও নিজের পুরোনো দলে ফিরেছেন সবুজ-মেরুন শিবিরে। আইএসএল শিল্ড জয়ের রাতে মাঠেই একসঙ্গে উদযাপন করেছিলেন এই যুগল।
মোহনবাগানের ম্যাচ মানেই গ্যালারিতে মিহিরার উপস্থিতি প্রায় চোখেপড়ে। এমনকি বিয়ের আগের দিনও ফুটবল মাঠেই সময় কাটিয়েছিলেন দু’জনে। সেই ভিডিওর ক্যাপশন ছিল, ‘আমরা তো ফুটবল মাঠেই প্রেমে পড়েছিলাম।’ ২০২৪ সালের মে মাসে সমুদ্রসৈকতে হাঁটু মুড়ে প্রোপোজ করেছিলেন কিয়ান—উত্তরে এসেছিল একটিই শব্দ, ‘হ্যাঁ’।
সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত মিহিরা এবার কিয়ানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।