Monday Stock Watch: সেপ্টেম্বরের প্রথম দিনে নজর থাকবে কোন পাঁচ কোম্পানির শেয়ারে?
সেপ্টেম্বরের প্রথম দিনে কোন-কোন কোম্পানির শেয়ারের দিকে নজর রাখলে হতে পারে লক্ষ্মীলাভ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩০: সেপ্টেম্বরের প্রথম দিনে কোন-কোন কোম্পানির শেয়ারের দিকে নজর রাখলে হতে পারে লক্ষ্মীলাভ?
১) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL)
শুক্রবার (২৯শে অগাষ্ট) অনুষ্ঠিত ৪৮তম AGM-এ মুকেশ আম্বানি জিও-কে H1-2026-এ তালিকাভুক্ত করার লক্ষ্য, নতুন AI সাবসিডিয়ারি, ও “গোল্ডেন ডেকেড” শেষ হওয়ার আগেই EBITDA দ্বিগুণ করার রোডম্যাপ ইঙ্গিত করেছেন। AGM-পরবর্তী সেশনে শেয়ারটি ২% নেমে থাকলেও ঘোষণাগুলি শেয়ারের ওপর নতুন প্রাইস-অ্যাকশনের ট্রিগার হতে পারে। সোমবার ওপেনিংয়ে বিনিয়োগকারীদের রিঅ্যাকশন, জিও IPO-র টাইমলাইন ও ডিভিডেন্ড-সংক্রান্ত আপডেট বাজারের ফোকাসে থাকবে।
২) মারুতি সুজুকি
কোম্পানি গুজরাত প্ল্যান্টে eVITARA ইভি-র প্রোডাকশন ও ডিসপ্যাচ শুরু করেছে – যা প্রথমে ইউরোপসহ ১০০-র বেশি দেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে। সঙ্গে মাদার কোম্পানি সুজুকি আগামী ৫-৬ বছরে ভারতে প্রায় ৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। প্রোডাকশন স্কেল-আপ, রপ্তানি-ভলিউম ও দেশীয় ইভি-অ্যাডপশনের খবর সোমবার শেয়ারের মূল্য বাড়াতে পারে।
৩) জে কে লক্ষ্মী সিমেন্ট
টেকনিক্যাল সেট-আপ অনুকূলে থাকায় আইসিআইসিআই সিকিউরিটিজের ট্রেডিং কল এই স্টকটিকে সোমবারের জন্য ‘buy’ সাজেস্ট করেছে; আগেও সেক্টর-থিমে ব্রোকারেজরা (অ্যাক্সিস সিকিউরিটিজ) শীর্ষ পছন্দদের মধ্যে রেখেছিল।
৪) এশিয়ান পেইন্টস
শর্ট-টার্মে কিছু টেকনিক্যাল কল ‘buy’ দিলেও, মিডিয়াম-টার্মে গ্রোথ-কম ও প্রতিযোগিতা বাড়ার ঝুঁকি নিয়ে সতর্কতা দেওয়া হয়েছে। তাই সোমবার স্টকে দুইদিকেই ভলাটিলিটি সম্ভব।
৫) ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল
শুক্রবার (২৯শে অগাষ্ট) NSE-তে এই স্টকে উল্লেখযোগ্য বাল্ক ডিল হয়েছে – ৮.৭ লক্ষের বেশি শেয়ার কেনাবেচা হয়েছে। এমন ব্লক/বাল্ক লেনদেনের পরবর্তী সেশনেই অনেক সময় ফলো-থ্রু মুভ দেখা যায়।
শেয়ার কেনাবেচা এবং বাজার মূল্য ঝুঁকি সম্পন্ন। নিজ বিচারে, এবং রেজিস্টার্ড ব্রোকারের পরামর্শ নিয়ে তবেই লগ্নি করবেন।