মুক্তি পেল বহু প্রতিক্ষিত ‘আদিপুরুষ’, প্রেক্ষাগৃহে ছবি দেখল হনুমান! ভাইরাল ভিডিও

একাধিক বিতর্ককে সঙ্গী করেই আজ অর্থাৎ শুক্রবার (১৬ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘আদিপুরুষ’

June 16, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একাধিক বিতর্ককে সঙ্গী করেই আজ অর্থাৎ শুক্রবার (১৬ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘আদিপুরুষ’। আদিপুরুষ’ নিয়ে বিতর্ক চলছে গত বছর ঝলকমুক্তির পর থেকেই। পর্দায় পৌরাণিক চরিত্রদের বেশভূষা, চেহারা সব কিছু নিয়েই বার বার সমালোচনার মুখে পড়েছে ওম রাউত পরিচালিত ছবি। তবে রামায়ণ-আশ্রিত এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের চিত্র ছিল নজরকাড়া।

ছবিটি দেখার জন্য আজ দর্শকরা প্রেক্ষাগৃহের বাইরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। যে প্রেক্ষাগৃহে তারা ছবিটি দেখছেন সেখানে ‘হনুমানজি’র জন্য সংরক্ষিত আসনের ছবিও শেয়ার করছেন নেটিজেনরা!

তবে সবার নজর কেনেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও, যেখানে একটি বানরকে প্রভাস এবং কৃতি শ্যানন-অভিনীত ছবি দেখতে দেখা যাচ্ছে।

‘ভক্তরা’ আদিপুরুষ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং অনেকে ইতিমধ্যে ছবিটি দেখেওছেন।

দর্শকরা এটি মোবাইল ফোনে ভিডিওটি রেকর্ড করেছেন। তখন অনেকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছিলেন। সেই সময় ব্যাকগ্রাউন্ডে প্রভাসকে পর্দায় দেখা যাচ্ছিল রামের চরিত্রে।

ওম রাউত রচিত ও নির্দেশিত, আদিপুরুষ বাল্মীকির রামায়ণের উপর ভিত্তি করে একটি পৌরাণিক কাহিনী। ছবিতে প্রভাসকে ভগবান রাম, সীতার চরিত্রে কৃতি স্যানন এবং রাবনের চরিত্রে সাইফ আলি খানকে দেখতে পাচ্ছেন দর্শকরা।

ছবিটি বক্স অফিসে বড় অঙ্কের ব্যবসা করবে বলে আশা করা হচ্ছে। অনেকের মতে ৮০-১০০ কোটি টাকার ব্যবসা করতে পারে ‘আদিপুরুষ’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen