ছাব্বিশের নির্বাচনে বাংলায় আরও কেন্দ্রীয় বাহিনী? কমিশনের বৈঠকে বড় বার্তা CEO-র

January 5, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, ১৮:৩৩: ২০২১ এর থেকেও কি বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে ছাব্বিশের বিধানসভা ভোটে? সোমবার জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) সদর দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনই জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল (Manoj Agarwal)।

আর মাত্র মাস চারেকের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। নির্বাচনী নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে এখন থেকেই কোমর বাঁধছে জাতীয় নির্বাচন কমিশন। সোমবার নয়াদিল্লিতে কমিশনের ডাকা উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। কমিশন সূত্রে খবর, এই বৈঠকেই তিনি গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে সওয়াল করেছেন।

কেন এই বাড়তি বাহিনীর চাহিদা? সূত্রের খবর, বৈঠকে বাংলায় নির্বাচনের দফা কমানো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। একুশের নির্বাচনে রাজ্যে মোট ৮ দফায় ভোট গ্রহণ হয়েছিল। তবে এবার সেই দফার সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে কমিশনের। আর নির্বাচনের দফা কমলে বা এক দিনে বেশি সংখ্যক কেন্দ্রে ভোট হলে, নিরাপত্তা সুনিশ্চিত করতে স্বাভাবিকভাবেই অতিরিক্ত বাহিনীর প্রয়োজন হবে। সেই যুক্তিতেই মনোজ আগরওয়াল বাড়তি বাহিনীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরীর নির্বাচনী আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২৯৪টি আসনের মধ্যে কতগুলি বুথ ‘সংবেদনশীল’ (Sensitive) হিসেবে চিহ্নিত হবে, তার ওপর ভিত্তি করেই চূড়ান্ত বাহিনীর সংখ্যা ঠিক করবে জাতীয় নির্বাচন কমিশন।

এদিকে কেন্দ্রীয় বাহিনী বৃদ্ধি এবং নির্বাচনের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বাহিনী মোতায়েন প্রসঙ্গে বিজেপি (BJP) নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কত থাকবে, তা নির্বাচন কমিশন ঠিক করবে। তবে আমাদের দাবি, যেন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী বাংলায় ভোটের সময় মোতায়েন করা হয়।” পাশাপাশি, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের পুরনো দাবিকে মনে করিয়ে দিয়ে গেরুয়া শিবিরের একাংশ বলছে, ভোট লুঠ রুখতে কেন্দ্রীয় বাহিনীকে কেবল বাইরে রাখলে চলবে না, বুথের ভিতরেও মোতায়েন করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen