গত পাঁচ বছরে দেশে তালা ঝুলেছে দু’লক্ষেরও বেশি বেসরকারি সংস্থায়, বলছে কেন্দ্রের রিপোর্ট

December 1, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:২৮: রেজিস্ট্রার অব কোম্পানির আওতায় নথিভুক্ত প্রতিষ্ঠানগুলির মধ্যে বেসরকারি মালিকানার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থাও রয়েছে। তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থার নিরিখে বেসরকারি কোম্পানির সংখ্যা অনেকটাই বেশি। কেন্দ্র জানাচ্ছে, সারা দেশে যত কোম্পানি আছে, তার ৯৬ শতাংশই বেসরকারি মালিকানার অধীনে। বাকি চার শতাংশ রয়েছে সরকারের হাতে। উল্লেখযোগ্য বিষয়, মূলধনের নিরিখে বিচার করলে হিসেবটি ঠিক তার উল্টো। দেশের সমস্ত কোম্পানিতে যত মূলধন খাটে, তার ৬২ শতাংশই রয়েছে সরকারের হাতে। বাকি ৩৮ শতাংশ মূলধন বেসরকারি ক্ষেত্রের। কেন্দ্রের দাবি, এই বিপুল সংখ্যক রেজিস্ট্রেশন নেওয়া সংস্থার মধ্যে বিদেশি কোম্পানি আছে ৫ হাজার ২১৬টি। তাদের মধ্যে আবার ৩ হাজার ২৮১টি সংস্থা চালু আছে। বাকিগুলির ঝাঁপ বন্ধ। কেন্দ্রের রিপো্র্ট বলছে, গত পাঁচ বছরে দেশে তালা ঝুলেছে দু’লক্ষেরও বেশি বেসরকারি সংস্থায়।

সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। সেখানে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত পাঁচ বছরে কতগুলি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে। ওই সংস্থাগুলি বন্ধ হওয়ার ফলে চাকরিহারাদের পুনর্বাসনের জন্য কেন্দ্র কোনও পদক্ষেপ করেছে কি না, তা-ও জানতে চাওয়া হয়।

সোমবার লোকসভায় ওই প্রশ্নের লিখিত জবাব দেন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্র। তিনি জানান, গত পাঁচ বছরে দেশে ২,০৪,২৬৮টি বেসরকারি সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। তবে চাকরিহারাদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে কোনও প্রস্তাব আসেনি।

গত পাঁচ বছরের মধ্যে কোন অর্থবর্ষে কতগুলি সংস্থা বন্ধ হয়েছে, সেই হিসাবও সংসদে তুলে ধরে কেন্দ্র। তাতে দেখা যাচ্ছে, গত অর্থবর্ষে (২০২৪-২৫ সালে) বন্ধ হয়েছে ২০,৩৬৫টি সংস্থা। সবচেয়ে বেশি বন্ধ হয়েছে কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে। ২০২১-২২ অর্থবর্ষে দেশে বন্ধ হয়ে গিয়েছে ৬৪,০৫৪টি সংস্থা। তার পরের অর্থবর্ষে বন্ধ হয়েছে ৮৩,৪৫২টি সংস্থা। গত পাঁচ বছরের হিসাবে, এই সময়কালেই তুলনামূলক ভাবে অনেক বেশি সংস্থা বন্ধ হয়েছে। যদিও কী কারণে এই সময়ে এত বেশি সংখ্যায় বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে, তার ব্যাখ্যা নেই কেন্দ্রের জবাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen