Israel: কাতারে আক্রমণে সায় ছিল না মোসাদের, ধৈর্য্য হারাচ্ছিলেন নেতানইয়াহু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: ইসরায়েলের (Israel) গুপ্তচর সংস্থা মোসাদ (Mossad) কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর বিরোধিতা করেছিল। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর নির্দেশে কাতারে হামাস (Hamas) নেতাদের ওপর যে হামলা চালানো হয়, তাতে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেছে মোসাদ।
‘ওয়াশিংটন পোস্ট’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, মোসাদ হামাস নেতাদের হত্যার জন্য তৈরি করা একটি স্থল অভিযান পরিকল্পনা প্রত্যাখ্যান করে। কাতারে ইসরায়েলি বিমান হামলা ব্যাপকভাবে নিন্দার ঝড় তুলেছে। কাতার সরকার প্রকাশ্যেই এই হামলাকে “রাষ্ট্রীয় সন্ত্রাস” এবং মধ্যস্থতা প্রক্রিয়ার প্রতি বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে।
গাজায় আটক ইসরায়েলি পনবন্দীদের (hostages) মুক্ত করার জন্য কাতারে যে আলোচনা চলছিল, ঠিক সেই সময়ে এই হামলা চালানো হয়। দুই ইসরায়েলি সূত্র ধরে ওয়াশিংটন পোস্ট জানায়, মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া (David Barnea) এই হামলার বিরোধিতা করেছিলেন। তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন যে এমন অভিযান কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলবে।
মোসাদ প্রধান ছাড়াও ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (IDF) প্রধান এয়াল জামির (Ariel Zamir) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাকি হানেগবিও (Tzachi Hanegbi) এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষমন্ত্রী ইসরায়েল কাটজ (Israel Katz) এবং স্ট্র্যাটেজিক এফেয়ার্স মন্ত্রী রন ডেরমার (Ron Dermer) প্রধানমন্ত্রী নেতানইয়াহুর (Netanyahu) এই হামলার নির্দেশকে সমর্থন করেছিলেন।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি আলোচনায় ধৈর্য হারিয়ে ফেলার কারণেই নেতানইয়াহু এই হামলার নির্দেশ দিয়েছেন। এই হামলা কাতার ও ইসরায়েলের মধ্যেকার সম্পর্কের ওপর গভীর বিরূপ প্রভাব সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।