সঙ্গীতের মঞ্চ বিভাজনে বিশ্বাস করে না: মমতা

যে কটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে তার প্রতিটিতেই, সিনেমা হলের মতোই একটি করে সিট ছেড়ে বসার বন্দোবস্ত করা হয়েছে। মেলায় অংশগ্রহণ করার কথা রয়েছে পাঁচ হাজারেরও বেশি সংগীত শিল্পী ও মিউজিশিয়ানদের।

December 23, 2020 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

সংগীত মেলার উদ্বোধনের মঞ্চ থেকে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বললেন, “সঙ্গীতের মঞ্চ বিভাজনে বিশ্বাস করে না।” সংগীত দুনিয়ার মানুষদের বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আরজি জানালেন তিনি। নাম না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, “যতই নিন্দা করুন। বাংলাকে গুজরাট বানাতে দেব না।”

বুধবার সংগীত মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, দ্বিজেন বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়দের নিয়ে স্মৃতিচারণ করেন। কীভাবে তাঁদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে মুখ্যমন্ত্রীর, তাও তিনি এদিনের মঞ্চে তুলে ধরেন। কুর্ণিশ জানান বাংলার প্রতিভাদের। নিজেদের শিল্পকর্মের মাধ্যমে এদিন বাংলার নাম উজ্জ্বল করার পরামর্শ দেন মমতা।

সংগীত মেলার ( Sangeet Mela 2020) উদ্বোধন হলেও বাংলার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, “বাংলার বিভাজনের কোনও স্থান নেই। ধর্ম আলাদা হলেও মানুষ একই। গোটা মানবজাতি একটা পরিবার।” আর বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে সংগীত জগতের মানুষকে বিশেষ ভূমিকা নিতে হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেক বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “যতই বাংলার বদনাম করার চেষ্টা হোক বাংলার আশেপাশে কেউ আসতে পারবে না। বাংলাকে গুজরাত হতে দেব না।”

তিনি জানান, “দু’মাসে ৬৩০টি মেলার আয়োজন করছে রাজ্য সরকার”।আগামী ৮ দিন ধরে এই সংগীত উৎসব চলবে, প্রায় ৫০০০ শিল্পী অংশগ্রহণ করবে। লোক সংগীত কে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ। বোলপুরে বাউল একাডেমি তৈরী করে দিয়েছি, বাউল বিতান তৈরী হচ্ছে বাউল শিল্পীদের বলবো আরো বেশি করে সরকারি অনুষ্ঠান করুন। কোভিডের কারণে শিল্পীদের রোজগার বন্ধ। ৬৩০ টি মেলা করব ডিসেম্বর জানুয়ারি মিলিয়ে, সেখানেও শিল্পীরা গান করার সুযোগ পাবেন”।

প্রতিবারের মতোই এবছরও সঙ্গীত মেলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সম্মান জানালেন রাজ্যের শিল্পীদের।

দেখে নেওয়া যাক কাকে কাকে সম্মান জানানো হল সঙ্গীত মেলা, ২০২০-তেঃ

সঙ্গীত সম্মান

  • মিনা মুখার্জি
  • শ্রীপর্না ঘোষ
  • ব্রম্ভতোষ চট্টোপাধ্যায়
  • সুজাতা সরকার
  • কৃষ্ণা মজুমদার
  • জয়তী চক্রবর্তী
  • ভগীরথ রায়- তবলা
  • শুভেন চট্টোপাধ্যায় -সঙ্গীত পরিচালক, তবলা
  • সুনীতি রায়- ভাওয়াইয়া
  • মন্দাক্রান্তা রায়- দরিন্দা
  • মনিকমল ছেত্রী- নেপালি
  • সৌরভ রায়- দিনাজপুর – খন
  • নুর আলম- ফকিরি
  • মুক্তি বৈরাগ্য- কীর্তন
  • বাসন্তী হেম্ব্রম- সাঁওতালি গান ও নাচ
  • হরিনাম কালিন্দী – নাটুয়া
  • সন্ধ্যারানী মাহাতো- নাচনি, ঝুমুর
  • ইমরান খান- তিরের গান
  • নুরজাহান চিত্রকর- পটচিত্র শিল্পী এবং গায়িকা
  • হিরামনি মান্ডি – আদিবাসী গান
  • শম্পা বিশ্বাস- ঝাড়গ্রাম, আদিবাসী গান

সঙ্গীত মহাসম্মান

  • অসীমা মুখোপাধ্যায়, গায়িকা এবং সঙ্গীত পরিচালক
  • শুভ্র শঙ্কর রাবে, মহালয়া
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen