ওড়িশার ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু
এবার ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে মিলল নার্সের দেহ। হাসপাতালের মধ্যেই নার্সের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২২: একের পর এক নারী নির্যাতনের ঘটনা। ডবল ইঞ্জিন ওড়িশায় নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে মিলল নার্সের দেহ। হাসপাতালের মধ্যেই নার্সের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
শৌচাগার থেকে উদ্ধার হয় তাঁর দেহ। রাখির ছুটিতে বাড়ি ফেরার আগেই মৃত্যু হল গঞ্জামের তরুণীর। মৃত নার্সের হাতের পিছনের দিকে ইঞ্জেকশনের সূচ ফুটেছিল ছিল বলে জানা যাচ্ছে। পুলিশের অনুমান, সূচের মাধ্যমে শরীরে কোনও কিছু প্রবেশ করার কারণে নার্সের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি যোগ রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওড়িশায় বার বার অগ্নিদগ্ধ তরুণী মৃত্যুর ঘটনা সামনে আসছে।
প্রথমে বালেশ্বরে কলেজের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ক্যাম্পাসেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ছাত্রী। ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় ভুবনেশ্বর এইমসে তাঁর মৃত্যু হয়। তারপর পুরীতে এক কিশোরীও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অভিযোগ, এক দল দুষ্কৃতী তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। দিল্লি এইমসে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়। সদ্য কেন্দ্রপড়ায় বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণীর। ঘটনার সময় কলেজছাত্রী বাড়িতে একাই ছিলেন।