Nabanna Abhijan: পুলিশের উপর তাণ্ডব, উর্দিধারীদের মারার হুমকি BJP MLA অশোক দিন্দার

বকলমে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল BJP, জুনিয়র ডাক্তাররা তাতে অংশ নেননি।

August 10, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫: আরজি কর কাণ্ডের (RG Kar Case) বর্ষপূর্তিতে শনিবার ছিল নবান্ন অভিযান (Nabanna Abhijan)। বকলমে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল BJP, জুনিয়র ডাক্তাররা তাতে অংশ নেননি। অন্যদিকে, অভয়া মঞ্চকে CPI(M) বলে দেগে দিয়েছেন অভয়ার বাবা। কার্যত জট পাকিয়ে গিয়েছে আন্দোলনের। শুভেন্দু, অর্জুন সিং, সজল ঘোষদের নবান্ন অভিযানে কার্যত পুলিশের উপর তাণ্ডব চলল।

পার্ক স্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে বচসা চরমে পৌঁছয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাদের। লাঠিচার্জ করে পুলিশ। কলকাতা পুলিশের দাবি, বিক্ষোভকারীদের আক্রমণে ৫ পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে এএসআই জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল ও একজন হোমগার্ড হাসপাতালে চিকিৎসাধীন। একাধিক সরকারি সম্পত্তি, রাজ্যের শাসক দলের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।

সকাল থেকেই গোটা শহরে নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পার্ক স্ট্রিট ছাড়াও, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে বিক্ষোভ হয়। পুলিশি ব্যারিকেড টপকে প্রতিবাদীরা নবান্ন পৌঁছনোর চেষ্টা করে, তবে সফল হয়নি বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, এখনও পর্যন্ত নবান্ন অভিযান সংক্রান্ত ৬টি মামলা দায়ের হয়েছে। পদ্ম পার্টির MLA অশোক দিন্দার (Ashok Dinda) বিরুদ্ধে এফআইআর (FIR) করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া এবং কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ না মানার অভিযোগ উঠেছে। এক সংবাদ মাধ্যমকে দেওয়া মিডিয়া বাইটে অশোক বলেন, “এবার পুলিশও মার খাবে।”

সূত্রের খবর, শুধু অশোক দিন্দা নয়, আরও কয়েকজন বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, পুলিশকে উদ্দেশ করে প্ররোচনা, হুমকি দেওয়া হয়েছে। পুলিশকে আঘাতও করা হয়েছে। প্রসঙ্গত, এদিন সকালেই আহত হন এক পুলিশ কর্মী। গোটা দিন পুলিশ আক্রমণের শিকার হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতায় নগরপালকে ছাপার অযোগ্য ভাষায় কুরুচিকর মন্তব্য করেন।

বলা বাহুল্য, নবান্ন অভিযানের ভাষ্য আর বিজেপির রাজনৈতিক এজেন্ডা মিলে গিয়েছিল শনিবার। বিচারের দাবির বদলে মুখ্যমন্ত্রী ও রাজ্যের পুলিশ, প্রশাসনকে টার্গেট করা হয়। কেন্দ্রে বিজেপি সরকারের অধীনস্থ যে CBI কে কাঠগড়ায় তুলছেন
অভয়ার বাবা-মা, সেই বিজেপির রাজ্য শাখার নেতাদের সঙ্গে তাঁরা মিছিলে হাঁটছেন! আম জনতার মনে প্রশ্ন উঠছে, কেন এই দ্বিচারিতা? কেন CBI দপ্তর অভিযানের ডাক দেওয়া হচ্ছে না?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen